এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

Published : Sep 12, 2025, 06:15 PM IST

Cristiano Ronaldo: কিছুদিন পরেই ভারতে আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন না। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে এলে প্রতিযোগিতামূলক ম্যাচই খেলবেন।

PREV
16
আগামী মাসেই ভারতে ম্যাচ খেলতে আসতে পারেন আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

আগামী মাসে এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ভারতে আসতে পারেন আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে এএফসি প্রতিযোগিতার জন্য দলে নথিভুক্ত করেছে আল-নাসর। রোনাল্ডোর পাশাপাশি আরও কয়েকজন বিদেশি তারকাকে দলে রেখেছে সৌদি প্রো লিগের এই দল। ফলে রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা রয়েছে।

DID YOU KNOW ?
ভারতে আসবেন রোনাল্ডো?
বিশ্ব ফুটবলের অনেক তারকাই ভারতে এসেছেন। এবার আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
26
এএফসি প্রতিযোগিতার জন্য মোট ১২ জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করেছে আল-নাসর

শক্তিশালী দল আল-নাসরের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের জন্য মোট ১২ জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করেছে আল-নাসর এফসি। তাঁদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও সাদিও মানে, কিংসলে কোম্যান, হোয়াও ফেলিক্সের মতো তারকা ফুটবলাররা আছেন। তবে স্পেনের ফুটবলার আইমেরিক লাপোর্তে আর আল-নাসরের হয়ে খেলবেন না। তিনি লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ে যোগ দিয়েছেন।

২২
২২ অক্টোবর ফতোরদায় আল-নাসরের বিরুদ্ধে এফসি গোয়ার ম্যাচ
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে গোয়ায় আসছে আল-নাসর এফসি দল। আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
36
দীপাবলির সময় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়ে ভারতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দীপাবলির উৎসবের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিতে পারেন রোনাল্ডো

২২ অক্টোবর ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে আল-নাসর এফসি। তার ঠিক আগে কালীপুজো ও দীপাবলি। সারা দেশে উৎসব চলবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে এলে এই উৎসবের জাঁকজমক অনেক বেড়ে যাবে। ফতোরদার নেহরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের হোম ম্যাচ খেলবে এফসি গোয়া। ফলে রোনাল্ডো ভারতে এলে ফতোরদাতেই খেলবেন। সেই আশাতেই আছেন এ দেশের ফুটবলপ্রেমীরা।

46
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভারতে ম্যাচ খেলতে আসা অবশ্য এখনও নিশ্চিত নয়

রোনাল্ডোর ভারতে আসা নিয়ে সংশয়

আল-নাসর এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের জন্য তাঁকে নথিভুক্ত করলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে আসবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। অতীতে দেখা গিয়েছে, বারবার এএফসি প্রতিযোগিতার ম্যাচ এড়িয়ে গিয়েছেন পর্তুগিজ তারকা। তিনি গত মরসুমে এই টুর্নামেন্টে আল-নাসরের হয়ে মাত্র একটি অ্যাওয়ে ম্যাচ খেলেন। এবার এই তারকা অ্যাওয়ে ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

56
৪২ বছর বয়স পর্যন্ত আল-নাসর এফসি-র হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

চুক্তি বাড়িয়েছেন রোনাল্ডো

সম্প্রতি আল-নাসর এফসি-র সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি আরও দুই মরসুম সৌদি প্রো লিগের এই ক্লাবের হয়েই খেলবেন। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, ফের লিওনেল মেসির সঙ্গে একই লিগে খেলার জন্য মেজর লিগ সকারের কোনও ক্লাবে যোগ দিতে পারেন রোনাল্ডো। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে দিয়েছেন এই তারকা। তিনি আপাতত আল-নাসর ছাড়ছেন না। ২০২৭ পর্যন্ত এই ক্লাবের হয়েই খেলবেন।

66
আগামী বছর পর্তুগালকে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই রোনাল্ডোর লক্ষ্য

ফের বিশ্বকাপে খেলবেন রোনাল্ডো

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। কিন্তু এখনও বিশ্বকাপ জিততে পারেনি পর্তুগাল। দেশকে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য। তিনি সেই লক্ষ্যেই আগামী বছর বিশ্বকাপে খেলতে নামবেন। পেশাদার ফুটবল কেরিয়ারে ১০০০ গোল করাও এই পর্তুগিজ তারকার লক্ষ্য।

Read more Photos on
click me!

Recommended Stories