কলকাতার আবহাওয়ায় সমস্যা হবে? এশিয়ানেটকে কী জানালেন ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দলের কোচ?

Published : Aug 14, 2024, 12:03 PM ISTUpdated : Aug 14, 2024, 12:33 PM IST
Altyn Asyr FC

সংক্ষিপ্ত

দীর্ঘদিন পর এএফসি প্রতিযোগিতায় খেলতে নামছে ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি স্টেজে তুর্কমেনিস্তানের দল অলটিন আসির এফসি-র মুখোমুখি হচ্ছে লাল-হলুদ ব্রিগেড।

কলকাতায় বৃষ্টি হলেও, গরম কমছে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও অনেক বেশি। এই আবহাওয়াতেই বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন আসির এফসি। কলকাতার আবহাওয়ায় কি সমস্যা হবে? এশিয়ানেট নিউজ বাংলার প্রশ্নের জবাবে অলটিন আসিরের প্রধান কোচ ইয়াজগুলি হজাগেলদিয়েভ দোভাষীর মাধ্যমে জানালেন, 'আমাদের দেশের আবহাওয়া কলকাতার মতোই। ফলে আশা করি আমাদের কোনও সমস্যা হবে না।' তুর্কমেনিস্তানের জাতীয় দলের কোচ ছিলেন হজাগেলদিয়েভ। তিনি ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গেও পরিচিত। বেঙ্গালুরু এফসি-র কোচ থাকাকালীন এএফসি কাপে হজাগেলদিয়েভের দলের কাছে হেরেছিলেন কুয়াদ্রাত। দুই যুযুধান কোচেরই সে কথা মনে আছে। ফলে বুধবার দুই পুরনো শত্রুর লড়াই দেখতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। ঘরের মাঠে চেনা পরিবেশ-পরিস্থিতি এবং গ্যালারির চিৎকারকে হাতিয়ার করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের মূলপর্বে জায়গা করে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে অলটিন আসিরও লড়াই করতে তৈরি।

অলটিন আসির দলের সবাই তুর্কমেনিস্তানের

অলটিন আসিরের বর্তমান দলে কোনও বিদেশি ফুটবলার নেই। সব ফুটবলারই তুর্কমেনিস্তানের। তবে তুর্কমেনিস্তানের জাতীয় দলের কোনও ফুটবলার এই ক্লাবে নেই। স্থানীয় ফুটবলারদের উপরেই তাঁরা আস্থা রাখছেন বলে জানিয়েছেন অলটিন আসিরের কোচ। ২০০৮ সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হলেও, এরই মধ্যে তুর্কমেনিস্তানের অন্যতম সেরা দল হয়ে উঠেছে। ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি এএফসি প্রতিযোগিতাতেও ভালো পারফরম্যান্স দেখিয়েছে অলটিন আসির

নিজেদের পিছিয়ে রাখছেন কুয়াদ্রাত

অলটিন আসিরের বিরুদ্ধে ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গলের প্রধান কোচ বলেন, 'আমরা আন্ডারডগ হিসেবে খেলতে নামছি।' তবে নিজেদের পিছিয়ে রাখলেও, হজাগেলদিয়েভের বিরুদ্ধে অতীতে হারের কথা স্মরণ করে কুয়াদ্রাত বলেছেন, 'আমি ওঁর বিরুদ্ধে পিছিয়ে। এবার সমতা ফেরানোর চেষ্টা করব।' ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, প্রিয় দল বিদেশি ক্লাবের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের ঐতিহ্য বজায় রাখবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'এসকোবারের ঘটনা এখানে কে জানো?' ইস্টবেঙ্গলে সই করায় আনোয়ারকে খুনের হুমকি! ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট

ভবানীপুরকে টেক্কা লেসলি ক্লডিয়াস সরণির, কলকাতা লিগে গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল

'ফরাসি প্রেমিক' তালালের জাদুতে মাতোয়ারা লাল-হলুদ, ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ইস্টবেঙ্গলের

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে