'এসকোবারের ঘটনা এখানে কে জানো?' ইস্টবেঙ্গলে সই করায় আনোয়ারকে খুনের হুমকি! ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট

আনোয়ার আলির দলবদল ঘিরে কলকাতা ফুটবলে সত্তরের দশকের উত্তেজনা ফিরে এসেছে। মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ আনোয়ারকে ছিনিয়ে এনে কলকাতা ডার্বির আগে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করায় আনোয়ার আলিকে খুনের হুমকি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট। সেখানে শুভদীপ নামে একজন লেখেন, ‘এসকোবারের ঘটনা এখানে কে জানো? আলির সাথে তাই করা উচিত।’ স্মার্ত মুখোপাধ্যায় নামে একজন লেখেন, 'আমি। খুবই মর্মান্তিক ছিল ওই ঘটনা।' এরপর শুভদীপ লেখেন, 'আনোয়ার যেটা করেছে কাকু এটাই ওর পরিণতি হওয়া উচিত।' এরপর শুভম নামে একজন লেখেন, ‘মেরে ফেলা উচিত?’ যাঁরা কলকাতা ফুটবল নিয়ে নিয়মিত চর্চা করেন, তাঁরা এখন আনোয়ারকে খুনের হুমকি নিয়ে আলোচনা করছেন। সত্তরের দশকে কলকাতা ফুটবল নিয়ে উন্মাদনা ছিল সবচেয়ে বেশি। সেই সময় দলবদল করা ফুটবলারদের নানারকম হুমকি দেওয়া হত। কিন্তু এভাবে সরাসরি খুনের হুমকি সেই সময়ও বোধহয় দেওয়া হয়নি। ইস্টবেঙ্গল সমর্থকরা এই হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাঁরা পুলিশের দৃষ্টি আকর্ষণও করছেন।

কী হয়েছিল এসকোবারের?

Latest Videos

১৯৯৪ সালের বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মঘাতী গোল করেছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রে এসকোবার। সেই ম্যাচে হেরে যায় কলম্বিয়া। এই ঘটনার পর দেশে ফিরে এক নাইট ক্লাবের পার্কিং লটে খুন হন এসকোবার। তাঁকে ৬ বার গুলি করে তিন ব্যক্তি। তারা প্রতিবারই গুলি করার পর 'গোল! গোল!' বলে চিৎকার করে ওঠে। পরে জানা যায়, কলম্বিয়ার মাদক কারবারীদের রোষের শিকার হন এই ফুটবলার। সে কথা উল্লেখ করকেই এবার আনোয়ারকে হুমকি দেওয়া হল।

পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার

মোহনবাগান সুপার জায়ান্ট ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পরেই পাঁচ বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আনোয়ার। রবিবার ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমেই লাল-হলুদ জার্সি পরে অভিষেক হতে পারে এই ডিফেন্ডারের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার, মঙ্গলবারই হয়ে গেল সরকারি ঘোষণা

'আমরা আরও ১০০ জন আনোয়ার তৈরি করতে পারি' মুখ খুললেন রঞ্জিত বাজাজ, দিলেন বড় বার্তা

'আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়,' আনোয়ার আলি ইস্যুতে মোহনবাগানকে কটাক্ষ 'ঘোস্ট রাইডার' রঞ্জিত বাজাজের

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury