ACL 2: গোল মিসের বন্যা! এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে নিজেদের প্রথম ম্যাচ ড্র করল মোহনবাগান

না, এই ম্যাচে কোনও গোল খায়নি সবুজ মেরুন ব্রিগেড। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (AFC Champions League 2) প্রথম ম্যাচে রভশন এফসির (FC Ravshan Kulob) বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মোহনবাগান (Mohun Bagan)।

Subhankar Das | Published : Sep 19, 2024 12:54 AM / Updated: Sep 19 2024, 12:55 AM IST
18
ডুরান্ড ফাইনালে হার এবং আইএসএল-এর প্রথম ম্যাচে ড্র

তারপর এসিএল ২ অভিযানে নামে সবুজ মেরুন ব্রিগেড।

28
বুধবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়

মোহনবাগান বনাম রভশন এফসি। 

38
তবে রভশনের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান

একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দরজা খুলতে পারলেন না শুভাশিসরা। পেত্রাতোস থেকে কামিংস, একাধিক গোল মিসের বন্যা।

48
বারবার রক্ষণ নিয়ে প্রশ্ন উঠছিল

তবে এদিনের ম্যাচে রক্ষণকে বেশ জমাট দেখাল।

58
গোল না পেলেও দলের খেলায় খুশি মোলিনা

তিনি বললেন, “ছেলেরা চেষ্টা করেছে, ভালো খেলেছে।”

68
আর কী জানালেন তিনি?

মোলিনার কথায়, “আমরা আজ ক্লিনশিট রাখতে পেরেছি। আসতে আসতে দলের মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছে।”

78
এবার দলের ফোকাসে নর্থ ইস্ট ইউনাইটেড

হেডকোচ বললেন, “এবার আমাদের সামনে আইএসএল-এর ম্যাচ। সেদিকে নজর দিতে চাই।”

88
উল্লেখ্য, ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টের কাছে পরাজিত হয় বাগান শিবির

এবার তাদের বিরুদ্ধে আইএসএলে নামতে চলেছে মোহনবাগান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos