18
এসিএল ২-এর লড়াই
গতবছর ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) শিল্ড জয়ের সুবাদে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় মোহনবাগান।
Subscribe to get breaking news alertsSubscribe 28
ডুরান্ড কাপ ফাইনালে রক্ষণের ব্যর্থতায় হারতে হয়েছে বাগান শিবিরকে
অন্যদিকে, আইএসএল-এর প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করেছে তারা।
38
আর এবার সোজা এএফসি-র ম্যাচ
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর খেলায় প্রতিপক্ষ তাজিকিস্তানের ফুটবল দল রভশন এফসি।
48
জোরকদমে চলছে অনুশীলন
আগের ম্যাচগুলি নিয়ে না ভেবে, মোহনবাগানের ফোকাস এখন শুধুই এসিএল ২।
58
সবুজ মেরুন কোচ মোলিনা কী জানালেন?
তাঁর কথায়, “প্রতিপক্ষকে বুঝে নিয়ে খেলায় বদল আনতে হয়। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলার পাশাপাশি গোল কম খাওয়ার চেষ্টা করব।”
68
সেইসঙ্গে তিনি যোগ করেন
“আপাতত আমার ভাবনায় শুধুই রভশন ম্যাচ। আইএসএলে ফিরে গিয়ে তখন পরের প্রতিপক্ষ নিয়ে ভাবব।”
78
দলে রয়েছে পেত্রাতোসের মতো তারকা
যেকোনও সময়ে বদলে যেতে পারে ম্যাচের রঙ।
88
খেলা শুরু কখন?
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, সন্ধ্যে ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।