আইএসএল-এর পর এবারের এএফসি কাপেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপে পরপর ২ ম্যাচে জয় পেল হুয়ান ফেরান্দোর দল।
এএফসি কাপে গ্রুপ ডি-র দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস। মাজিয়ার হয়ে একমাত্র গোল করেন টমোকি ওয়াডা। ২৮ মিনিটে প্রথম গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন কামিংস। ৪৫ মিনিটে সমতা ফেরান টমোকি। শেষমুহূর্তে জয়সূচক গোল করেন কামিংস। তিনি এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু ৪১ মিনিটে পেনাল্টি নষ্ট করে সেই সুযোগ হারান। ৪০ মিনিটে বক্সের মধ্যে আর্মান্দো সাদিকুকে অবৈধভাবে ট্যাকল করে ফেলে দেন মাজিয়ার জসিক। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। মাজিয়ার ফুটবলাররা প্রতিবাদ জানালেও রেফারির সিদ্ধান্ত বদলায়নি। পেনাল্টির সময় পাস খেলতে গিয়ে সুযোগ ফস্কান কামিংস। ২০১৬ সালের লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে পেনাল্টি থেকে পাস খেলে গোল করেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ। সেভাবেই এদিন সতীর্থ দিমিত্রিওস পেট্রাটসকে পাস দেওয়ার চেষ্টা করেন কামিংস। কিন্তু পেট্রাটস বল ধরার আগেই সেই বল বিপদমুক্ত করে দেন মাজিয়ার ডিফেন্ডাররা।
কামিংস পেনাল্টি নষ্ট করার কিছুক্ষণের মধ্যেই মাজিয়া গোল শোধ করে দেওয়ায় চাপে পড়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ করতে থাকেন কামিংসরা। কিন্তু বারবার রুখে দাঁড়ান মাজিয়ার গোলকিপার শরিফ। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান। আক্রমণে ধার বাড়ানোর লক্ষ্যে ৫২ মিনিটে আশিস রাইয়ের পরিবর্তে মনবীর সিংকে নামান ফেরান্দো। ৫৬ মিনিটে গ্ল্যান মার্টিন্সের কাছ থেকে বল পেয়ে শট নেন মনবীর। কিন্তু তাঁর শট গোলে ছিল না। ৫৮ মিনিটে চকিতে দুরন্ত শট নেন সাদিকু। তবে কোনওরকমে সেই শট সেভ করে দেন মাজিয়ার গোলকিপার।
৬২ মিনিটে হুগো বুমোসের কাছ থেকে পাস পেয়েও বল ধরে রাখতে ব্যর্থ হন মনবীর। ৬৪ মিনিটে জোড়া পরিবর্তন করেন সবুজ-মেরুন কোচ। পেট্রাটস ও আনোয়ার আলির পরিবর্তে মাঠে নামেন সাহাল আবদুল সামাদ ও শুভাশিস বসু। এই পরিবর্তন কাজে দেয়। অসাধারণ পারফরম্যান্স দেখান সাহাল। ৭৬ মিনিটে গ্ল্যানের পরিবর্তে মাঠে নামেন অনিরুদ্ধ থাপা। সবুজ-মেরুনের আক্রমণের চাপ বাড়তে থাকে। এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছিল মাজিয়ার রক্ষণ। সংযোজিত সময়ে সাহালের পাস থেকে মাজিয়ার গোলকিপারকে টপকে জয়সূচক গোল করেন কামিংস।
আরও পড়ুন-
East Bengal: ক্লেইটন সিলভার জোড়া গোল, আইএসএল-এ প্রথমবার হায়দরাবাদকে হারাল ইস্টবেঙ্গল