English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মরসুমে প্রথম হার ম্যান সিটির

Published : Sep 30, 2023, 11:59 PM ISTUpdated : Oct 01, 2023, 12:23 AM IST
Wolves

সংক্ষিপ্ত

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুমের শুরু থেকেই দুর্দান্ত লড়াই চলছে। এখনও পর্যন্ত বেশি ম্যাচ হয়নি। ফলে কোনও দলকেই আপাতত এগিয়ে বা পিছিয়ে রাখা যাচ্ছে না।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে উলভসের কাছে ১-২ হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ১৩ মিনিটে রুবেন দিয়াজের গোলে পিছিয়ে পড়ে ম্যান সিটি। ৫৮ মিনিটে সমতা ফেরান জুলিয়ান আলভারেজ। কিন্তু ৬৬ মিনিটে হোয়াং হি-চ্যানের গোলে জয় পেল উলভস। এই হারের ফলে ৭ ম্যাচে ১৮ পয়েন্টেই থাকল ম্যান সিটি। লিভারপুল বা আর্সেনালের কাছে শীর্ষস্থান খোয়াতে পারে গতবারের চ্যাম্পিয়নরা। আর্সেনালও দুর্দান্ত ফর্মে। ফলে ইপিএল-এ চ্যাম্পিয়নশিপের লড়াই জমে উঠেছে। যে দল ধারাবাহিকতা দেখাতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে। শেষপর্যন্ত চ্যাম্পিয়নশিপের লড়াই দেখা যেতে পারে। উলভস অবশ্য এখনও অনেকটা পিছিয়ে। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উলভসকে।

শনিবার অন্য ম্যাচে বর্নমাউথকে ৪-০ উড়িয়ে দিল আর্সেনাল। ১৭ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মার্টিন ওডেগার্ড। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গানার্সদের হয়ে তৃতীয় গোল করেন কাই হ্যাভের্ৎজ। সংযোজিত সময়ে চতুর্থ গোল করেন বেন হোয়াইট। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আর্সেনাল। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে বর্নমাউথ।

শনিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে জয় পেলে শীর্ষে চলে যেত লিভারপুল। কিন্তু শেষমুহূর্তে জয় ছিনিয়ে নিয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে লিভারপুল। এই ম্যাচের ২৬ মিনিটে লাল কার্ড দেখেন কার্টিস জোনস। ৬৯ মিনিটে লাল কার্ড দেখেন দিয়োগো জোতা। ফলে লিভারপুলকে ৯ জনে খেলতে হয়। ৩৬ মিনিটে সন হিউন-মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। প্রথমার্ধের শেষদিকে সমতা ফেরান কডি গাকপো। শেষমুহূর্তে আত্মঘাতী গোল করেন জোয়েল ম্যাটিপ। 

অন্যদিকে, ফের হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২৫ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে একমাত্র গোল করেন জোয়াকিম অ্যান্ডারসন। সেই গোল আর শোধ করতে পারেনি ম্যান ইউ। এই হারের ফলে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ম্যান ইউ। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এল ক্রিস্টাল প্যালেস।

ব্রাইটনকে ৬-১ উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। হ্যাটট্রিক করেন ওলি ওয়াটকিনস। আত্মঘাতী গোল করেন পারভিস এস্টাপিন্যান। গোল করেন জ্যাকব র‍্যামসে, ডগলাস লুইজ। ব্রাইটনের হয়ে একমাত্র গোল করেন আনসু ফাটি। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অ্যাস্টন ভিলা। ৭ ম্যাচে ১৫ পেলেও, গোলপার্থক্যে পিছিয়ে থাকায় ৬ নম্বরে ব্রাইটন।

আরও পড়ুন-

East Bengal: ক্লেইটন সিলভার জোড়া গোল, আইএসএল-এ প্রথমবার হায়দরাবাদকে হারাল ইস্টবেঙ্গল

Asian Games 2023: রোনাল্ডোর সতীর্থর জোড়া গোল, এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সুনীলরা

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি-কে শো কজ! সাসপেন্ড ডিসি
যুবভারতীতে গোলমালের যাবতীয় দায় লিওনেল মেসির! এ কী দাবি সুনীল গাভাসকরের