এবারের আইএসএল-এর শুরু থেকেই লড়াই করছে ইস্টবেঙ্গল। তবে লাল-হলুদের আক্রমণভাগে উন্নতি করতে হবে। রক্ষণেও মাঝেমধ্যে ভুল হচ্ছে। এদিকে নজর দিতে হবে কোচ কার্লেস কুয়াদ্রাতকে।
গত মরসুমে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ফ্রি-কিক থেকে বিশ্বমানের গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়েছিলেন। শনিবারও একইভাবে অসাধারণ গোল করে লাল-হলুদকে আইএসএল-এর নতুন মরসুমে প্রথম জয় এনে দিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভা। পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেল লাল-হলুদ। আইএসএল-এ প্রথমবার হায়দরবাদ এফসি-র বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। এদিন অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ। ৮ মিনিটে সৌভিক চক্রবর্তী ও হোসে অ্যান্টনিও পার্দো লুকাসের ভুলের সুযোগ নিয়ে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন হিতেশ শর্মা। তবে ২ মিনিটের মধ্যেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। হায়দরাবাদের বক্সে ফাঁকায় বল পেয়ে ঠান্ডা মাথায় ছোট্ট চিপে জালে বল জড়িয়ে দেন ক্লেইটন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে লাল-হলুদের আক্রমণই বেশি ছিল। কিন্তু গোল হচ্ছিল না। সংযোজিত সময়ে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সেই ফ্রি-কিক থেকে গোল করতে ভুল করেননি ক্লেইটন। তাঁর জোড়া গোলেই এবারের আইএসএল-এ প্রথম জয় পেল লাল-হলুদ।
গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ক্লেইটনকে প্রথম একাদশে রাখেননি লাল-হলুদের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন হেভিয়ের সিভেরিও তোরো। সেই ম্যাচ ড্র হয়। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে শেষদিকে ক্লেইটনের সঙ্গে সিভেরিওকে জুড়ে দেন কুয়াদ্রাত। এই কৌশল কাজে দেয়। লাল-হলুদের আক্রমণের চাপ সামাল দিতে পারেনি হায়দরাবাদের রক্ষণ। ক্লেইটনের জয়সূচক গোলের ঠিক আগে মহম্মদ রাকিপের দুর্দান্ত ক্রস থেকে সিভেরিওর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। সেই সময় মনে হচ্ছিল, প্রথম ম্যাচের মতোই হয়তো চলতি আইএসএল-এর দ্বিতীয় ম্যাচেও ২ পয়েন্ট হারাবে লাল-হলুদ। কিন্তু ক্লেইটনের ডান পায়ের জাদুতে জয় এল।
লালচুংনুঙ্গা জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে খেলতে চলে যাওয়ায় পার্দোর সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে খেলছেন হরমনজ্যোত খাবরা। জমে উঠেছে এই জুটি। রাইট ব্যাক হিসেবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন নিশু কুমার। লেফট ব্যাক মন্দার রাও দেশাই দলকে ভরসা দিচ্ছেন। উইংয়ে নাওরেম মহেশ সিং ও নন্দকুমার শেখর লাল-হলুদের আক্রমণের অন্যতম ভরসা। মাঝমাঠে বোরহা হেরেরা, সল ক্রেসপোও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে সৌভিক ও সিভেরিওকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
এদিন ৩৯ মিনিটে মন্দারের ক্রস ধরতে গিয়ে চোট পান হায়দরাবাদের গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমণি। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-
Asian Games 2023: রোনাল্ডোর সতীর্থর জোড়া গোল, এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সুনীলরা
Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়