আবাহনীর বিরুদ্ধে ম্যাচকে ফাইনালের মতোই দেখছে মোহনবাগান, জানিয়ে দিলেন ফেরান্দো

এএফসি কাপে ভালো ফলের লক্ষ্যেই এবারের দল গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে হুয়ান ফেরান্দোর দল। 

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলকে ৫-০ উড়িয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার এএফসি কাপে দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের সামনে বাংলাদেশের আরও একটি দল। মঙ্গলবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আবাহনী লিমিটেড ঢাকার মুখোমুখি হচ্ছেন জেসন কামিংস, আনোয়ার আলিরা। ঘরের মাঠে এই ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। সোমবার তিনি বললেন, 'কালকের ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতোই। আমাদের পক্ষে যা করা সবই করব। নিজেদের ১০০ শতাংশ দেব।' এবারের এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের ক্লাব মাছিন্দ্রাকে ৩-১ উড়িয়ে দেয় মোহনবাগান। সেই ম্যাচে জোড়া গোল করেন আনোয়ার। গোল পান অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কামিংসও। মঙ্গলবার আবাহনীর বিরুদ্ধেও তাঁরাই সবুজ-মেরুনের ভরসা।

১২ আগস্ট ডুরান্ড কাপে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলে মোহনবাগান। তারপর ১৬ আগস্ট এএফসি কাপে প্রথম ম্যাচ ছিল। ফলে কয়েকদিন বিশ্রাম পেয়েছেন অনিরুদ্ধ থাপা, শুভাশিস বসুরা। তবে ফেরান্দোর দাবি, পরপর ম্যাচ খেলতে হওয়ায় দলে ভারসাম্য খুঁজে পেতে সমস্যা হচ্ছে। মোহনবাগান কোচ বলেছেন, ‘ব্যস্ত সূচির কারণে আমাদের পক্ষে ভারসাম্যের কথা বলা কঠিন। আমাদের প্রাক-মরসুম প্রস্তুতি কঠিন ছিল। আমরা প্রাক-মরসুম প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি। আমরা প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কাল কী ফল হয় সেটা আমরা দেখব, তারপর ডুরান্ড কাপের জন্য প্রস্তুতি নেব। কয়েকজন খেলোয়াড় কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলছে। এখন আমরা শুধু এএফসি কাপের ম্যাচ জেতার কথা ভাবছি। তারপর ডুরান্ড কাপ নিয়ে ভাবব। তারপর আমরা বাকি মরসুমের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাব।’

Latest Videos

মাছিন্দ্রার বিরুদ্ধে সহজ জয় পেলেও, আবাহনীর বিরুদ্ধে লড়াই খুব একটা সহজ নাও হতে পারে। এবারের এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে ২-১ জয় পেয়েছে আবাহনী। ভালো ফর্মে আছে ঢাকার দলটি। টানা ৪ ম্যাচ জয় পেয়েছে মারিও লেমসের দল। গত মরসুমে অবশ্য আবাহনীকে ৩-১ হারিয়ে দিয়েছিল মোহনবাগান। এবার সেই ফলেরই পুনরাবৃত্তির লক্ষ্যে সবুজ-মেরুন। কামিংস গোল পাওয়ায় দলে স্বস্তি ফিরেছে। লিস্টন কোলাসো, আশিস রাই, আশিক কুরুনিয়ানরা ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। আবাহনীর বিরুদ্ধে ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে মোহনবাগান। চেনা মাঠ ও সমর্থকদের চিৎকার সঙ্গী করে জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে সবুজ-মেরুন।

আরও পড়ুন-

বাবা মারা গিয়েছেন, স্পেনকে প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতিয়ে জানতে পারলেন ওলগা কারমনা

ব্রিটিশ ক্লাবে আমন্ত্রণ, মহিলা বিশ্বকাপ ফাইনাল দেখলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা

Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya