AFC Cup: মাজিয়ার কাছে হার মোহনবাগানের, বসুন্ধরাকে হারিয়ে নক-আউটে ওড়িশা এফসি

দারুণ শক্তিশালী দল গড়েও এবারের এএফসি কাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার হতাশাজনকভাবেই সবুজ-মেরুনের অভিযান শেষ হল।

বসুন্ধরা কিংসকে ১-০ হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে প্রথমবার এএফসি কাপের নক-আউট পর্যায়ে পৌঁছে গেল ওড়িশা এফসি। সোমবার ঘরের মাঠ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের ৬১ মিনিটে একমাত্র গোল করেন মুর্তাদা ফল। প্রথমার্ধের সংযোজিত সময়ে লাল কার্ড দেখেন আসরর গাফুরভ। ফলে পুরো দ্বিতীয়ার্ধই ১০ জনে খেলতে বাধ্য হয় বসুন্ধরা কিংস। এরই সুযোগ নিয়ে ম্যাচ জেতে ওড়িশা এফসি। ৬ ম্যাচ খেলে সার্জিও লোবেরার দল ১২ পয়েন্ট পেয়ে গ্রুপ ডি-র শীর্ষে। ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা। ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মাজিয়া।

সবুজ-মেরুনের হার

Latest Videos

সোমবার গ্রুপের শেষ ম্যাচে মাজিয়ার কাছে ০-১ হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ৪০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন হাসান রইফ আহমেদ। এই ম্যাচে প্রথমসারির কোনও ফুটবলারকেই খেলায়নি সবুজ-মেরুন। দলে কোনও বিদেশিই ছিলেন না। আগেই এএফসি কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে কলকাতা লিগে খেলা ফুটবলারদেরই সুযোগ দেওয়া হয়। এই ম্যাচ জিতলে সম্মানজনকভাবে এএফসি কাপ অভিযান শেষ করতে পারত সবুজ-মেরুন। কিন্তু হেরে যাওয়ায় সম্মানরক্ষা সম্ভব হল না।

সাফল্যের পথে ওড়িশা এফসি

প্রথমবার এএফসি কাপে গ্রুপ পর্যায় টপকে নক-আউটে পৌঁছে গিয়ে উচ্ছ্বসিত ওড়িশা এফসি। এবারের এএফসি কাপে ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রয় কৃষ্ণরা। সোমবারের ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাল ওড়িশা এএফসি। এই সাফল্য এবার আইএসএল-এও লোবেরার দলকে সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলবে। একইসঙ্গে এএফসি কাপেও আরও সাফল্যের লক্ষ্যে ওড়িশা এফসি। এএফসি কাপের নক-আউটে ভালো পারফরম্যান্স দেখানোই একমাত্র লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

English Premier League: লুটন টাউনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ নম্বরেই ম্যান সিটি

UEFA Euro 2024: প্রকাশিত ইউরো কাপের সূচি, এক গ্রুপে স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি

UEFA EURO 2024 Draw: ইউরো কাপের ড্র চলাকালীন যৌনতার শব্দ! বিড়ম্বনায় আয়োজকরা, ভাইরাল ভিডিও

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury