'ভীতুদের দলকে আমার একদম পছন্দ নয়', হটাৎ কেন এইরকম বললেন মানোলো মারকুয়েজ?

প্রথম প্রতিযোগিতাতেই ব্যর্থ তিনি। ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ট্রফি জিততে পারেননি মানোলো মারকুয়েজ (Manolo Marquez)।

Subhankar Das | Published : Sep 10, 2024 5:42 PM IST

প্রথম প্রতিযোগিতাতেই ব্যর্থ তিনি। ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ট্রফি জিততে পারেননি মানোলো মারকুয়েজ (Manolo Marquez)।

আর তারপরেই দলের পারফরম্যান্স নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন তিনি। ম্যাচ শেষের পরই ফুটবলারদের সরাসরি ভীতু বলে কটাক্ষ করেছেন তিনি। তবে বিরতির পর, যেভাবে কামব্যাক করেছে ব্লু-টাইগার্সরা, সেই পারফরম্যান্সে অবশ্য খুশি নতুন কোচ।

Latest Videos

ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup) দুটি ম্যাচের একটিতেও জিততে পারেনি ভারত। গতবারের চ্যাম্পিয়ন ভারত প্রথম ম্যাচে ড্র করে মরিশাসের বিরুদ্ধে। ফলে, ট্রফি জিততে হলে সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে জিততেই হত ভারতকে।

কিন্তু সেই ম্যাচে কার্যত, হতশ্রী পারফরম্যান্স করল তারা। সিরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হল ভারত। প্রথমার্ধে রীতিমতো আত্মসমর্পণ করে রক্ষণভাগ। তবে দ্বিতীয়ার্ধে, কিছুটা হলেও ঘুরে দাঁড়ান ছাংতেরা। শেষপর্যন্ত, ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া হল ভারতের।

ফলে, সিরিয়ার বিরুদ্ধে হারের পর ফুটবলারদের উপরই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর কথায়, “প্রথম ৪৫ মিনিটের খেলা দেখে আমার খুব রাগ হয়েছিল। যারা ভয়ে ভয়ে ফুটবল খেলে, সেইরকম দল আমার মোটেই পছন্দ নয়। প্রথমার্ধে বাস্তবেই আমরা ভয়ে সিঁটিয়ে ছিলাম। সিরিয়াকে তাই আটকাতে পারিনি।”

উল্লেখ্য, বিরতির আগে এক গোলে এগিয়ে যায় সিরিয়া। তবে ভারতের কোচ মনে করছেন, দ্বিতীয়ার্ধে অনেক ভালো ফুটবল খেলেছে দল। তাতে রীতিমতো খুশি তিনি। যদিও বিরতির পরেই দুটি গোল করেছেন সিরিয়ার ফুটবলাররা। তবে মানোলো সন্তুষ্ট কারণ, গোলের সুযোগ তৈরি করেন লিস্টন কোলাসোরা।

কিন্তু উল্টে ভারতের সুযোগগুলোকে কাজে লাগিয়েই কাউন্টার অ্যাটাকে উঠে আসে সিরিয়া। সবমিলিয়ে, দ্বিতীয়ার্ধে দলের খেলায় বেশ খুশি মানোলো। তবে গোল করতে না পারার আফশোস যাচ্ছে না তাঁর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |