বিদায় ভারতের (India)। জয়ের মনোভাব নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। কিন্তু শেষপর্যন্ত পরাজিত হতে হল তাদের। সিরিয়ার কাছে ৩-০ গোলে হার ভারতের।
বিদায় ভারতের (India)। জয়ের মনোভাব নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। কিন্তু শেষপর্যন্ত পরাজিত হতে হল তাদের।
ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup) সোমবার, সিরিয়ার (Syria) বিরুদ্ধে ৩-০ গোলে হারল ভারতীয় দল। গোটা ম্যাচে কার্যত, ছন্নছাড়া ফুটবল খেলল তারা। লালিয়ানজুয়ালা ছাংতেদের এই হতশ্রী ফুটবল স্বভাবতই চিন্তা বাড়াবে কোচ মানোলো মারকুয়েজের।
সুনীল ছেত্রীর বদলে গোল করার মতো ফুটবলার যে এখনও ভারতীয় দলে নেই, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিংহ এবং সাহাল সামাদরা দাগ কাটতে পারলেন না। গোল করা তো অনেক পরের ব্যাপার, এমনকি পজিটিভ সুযোগও তৈরি করতে পারলেন না তারা।
সেইসঙ্গে, হেড কোচের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দুটি ম্যাচেই ভারতীয় দলের খেলায় কোনও আগ্রাসন দেখা যায়নি। পুরো ম্যাচে দাপট নিয়ে খেলল সিরিয়া। খেলার ৭ মিনিটে, গোল করেন মাহমুদ আলাসওয়াদ।
ঠিক তার পাঁচ মিনিট পর, আবার গোলের সুযোগ এসেছিল তাদের সামনে। তবে ভারতের রক্ষণভাগের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট চোখে পড়ছিল। বল ক্লিয়ার করতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছিলেন তারা।
দূর থেকে জোরালো শট কোনওমতে বাঁচান গুরপ্রীত। এর পরেও ম্যাচের দখল ছিল সিরিয়ার খেলোয়াড়দেরই পায়ে। ভারতের প্রথম ক্রস আসে ম্যাচের ২৬ মিনিটে। নন্দকুমার বক্সে বল ভাসিয়েছিলেন, তবে ভারতের দুই খেলোয়াড় বিপক্ষ বক্সে হাজির থাকলেও সিরিয়ার গোলকিপার লাফিয়ে সেই বল ধরে নেন।
এরপর বেশ কয়েকবার ভারত বিপক্ষের বক্সে হানা দেয়। কিন্তু কাজের কাজ কিছুই করে উঠতে পারেনি। উল্টে দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে, সিরিয়াকে দ্বিতীয় গোলটি এনে দেন দালেহো। তারপর সংযুক্তি সময়ে লিস্টন কোলাসোর একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। আর এরপরে নিজেদের তৃতীয় গোলটি পেয়ে যায় সিরিয়া। পাবলোর গোলে নিশ্চিত হয় জয় এবং ট্রফিও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।