
AIFF Super Cup 2025-26: সুপার কাপে কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। দুই দলের প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন গোলকিপার প্রভসুখন সিং গিল, ডিফেন্ডার আনোয়ার আলি, কেভিন সিবিলে, মহম্মদ রাকিপ ও জয় গুপ্তা, মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা, নাওরেম মহেশ সিং, সল ক্রেসপো, বিপীন সিং ও মহম্মদ বাসিম রসিশ, স্ট্রাইকার হামিদ আহাদাদ। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন গোলকিপার বিশাল কাইথ, ডিফেন্ডার টমাস মাইকেল আলড্রেড, আলবার্তো রডরিগেজ মার্টিন, মেহতাব সিং ও শুভাশিস বসু, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আবদুল সামাদ ও আপুইয়া, স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। দুই দলই পাঁচ মিডফিল্ডার ও এক স্ট্রাইকার নিয়ে খেলছে।
সুপার কাপের নিয়ম অনুযায়ী সব দলই প্রথম একাদশে ছয় জন বিদেশি ফুটবলারকে রাখতে পারে। কিন্তু তা সত্ত্বেও মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে তিন বিদেশিকে রাখা হয়েছে। দিমিত্রিওস পেট্রাটস, রবসন রবিনহো ও জেসন কামিংসকে প্রথম একাদশে রাখা হয়নি। তাঁরা রিজার্ভ বেঞ্চে আছেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলে বদল আনতে পারেন প্রধান কোচ হোসে মলিনা (José Francisco Molina Jiménez)। অন্যদিকে, ইস্টবেঙ্গলের প্রথম একাদশে পাঁচ বিদেশি ফুটবলারকে রাখা হয়েছে। জাপানি (Japanese) স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে প্রথম একাদশে রাখা হয়নি। তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামাতে পারেন লাল-হলুদ ব্রিগেডের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón Barreras)।
কলকাতা ডার্বিতে রেফারি হরিশ কুণ্ডু। দুই সহকারী রেফারি অরুণ শশীধরন পিল্লাই ও পি বৈরামুথু। চতুর্থ রেফারি তেজস নাগভেঙ্কর। হরিশ রেফারি হিসেবে থাকায় ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি নন। তাঁদের আশঙ্কা, ফের কোনও ফুটবলারকে লাল কার্ড দেখাতে পারেন এই রেফারি। কারণ, তিনি অতীতে এমনই করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।