Kolkata Derby: ১৩ দিন আগে আইএফএ শিল্ড (IFA Shield 2025) ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে হারের বদলা নিতে না পারলেও, সুপার কাপে ইস্টবেঙ্গলের (East Bengal FC) লক্ষ্যপূরণ হল।
KNOW
AIFF Super Cup 2025: ইস্টবেঙ্গলকে (East Bengal FC) হারিয়ে সমর্থকদের খুশি করতে চেয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান কোচ হোসে মলিনা (José Francisco Molina Jiménez)। কিন্তু তাঁর দল সমর্থকদের খুশি তো করতে পারলেনই না, উল্টে তাঁকে নিয়েও প্রশ্ন উঠে গেল। শুক্রবার সুপার কাপে গ্রুপ এ-র ম্যাচ গোলশূন্যভাবে শেষ হওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমি-ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। গ্রুপ থেকে একটাই দল নক-আউটের যোগ্যতা অর্জন করছে। ফলে ছিটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় ইস্টবেঙ্গলের এই ম্যাচ ড্র করলেই চলত। তা সত্ত্বেও আক্রমণাত্মক ফুটবলই খেলেছে অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón Barreras) দল। ম্যাচের আগের দিনই ইস্টবেঙ্গলের প্রধান কোচ বলেছিলেন, তাঁর দল রক্ষণাত্মক ফুটবল খেলবে না। কথা রেখেছেন অস্কার। তাঁর দল একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে হয়তো এদিন জয় পেতে পারত। তবে ড্র করেও কোনও ক্ষতি হয়নি। অন্যদিকে, যে ম্যাচ না জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে, সেই ম্যাচে প্রথম একাদশে মাত্র তিন বিদেশি ফুটবলারকে রাখেন মলিনা। এই ম্যাচে ইস্টবেঙ্গলের আক্রমণই বেশি ছিল। ফলে সবুজ-মেরুন কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
একাধিক সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের
এদিন শুরু থেকেই গোল পাওয়ার চেষ্টা করছিল ইস্টবেঙ্গল। ২৪ মিনিটেই প্রথম গোল আসতে পারত। মিগুয়েল ফিগুইরার (Miguel Figueira) ক্রস থেকে হেড নেন বিপীন সিং (Bipin Singh Thounaojam)। কিন্তু তাঁর হেড পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ নষ্ট করে সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই আপুইয়ার (Lalengmawia Ralte) ক্রস থেকে লিস্টন কোলাসোর (Liston Colaco) হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ৫০ মিনিটে লিস্টনের ক্রস থেকে টম আলড্রেডের (Tom Aldred) হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ৬০ মিনিটে সহজ সুযোগ পান হামিদ আহাদাদ (Hamid Ahadad)। কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন। তাঁর শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ (Vishal Kaith)। জয় পেতে মরিয়া হয়ে মলিনা শেষদিকে বিদেশি ফুটবলারদের মাঠে নামান, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে?
গ্রুপ সি থেকে যে দল সেমি-ফাইনালে পৌঁছবে, তাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। পাঞ্জাব এফসি (Punjab Football Club) বা বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেডের লড়াই হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


