Kolkata Derby: রাত পোহালেই গোয়ায় (Goa) কলকাতা ডার্বি। সুপার কাপে (AIFF Super Cup 2025-26) ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে।
KNOW
East Bengal FC vs Mohun Bagan Super Giant: ড্র করলেই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করবে দল। কিন্তু শুক্রবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) ড্রয়ের কথা ভেবে খেলতে নামছে না ইস্টবেঙ্গল। কোচ-ফুটবলাররা প্রকাশ্যে কিছু না বললেও, ১২ দিন আগেই আইএফএ শিল্ড (IFA Shield 2025) ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার বদলা নেওয়ার কথা সবার মাথাতেই রয়েছে। গোয়ার মাটিতে আইএসএল-এর (Indian Super League) ম্যাচে বারবার সবুজ-মেরুন ব্রিগেডের কাছে হেরে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এবার সেই হারের বদলাও নেওয়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল। শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে কলকাতা ডার্বি। দুই দলের সমর্থকরাই এই ম্যাচ ঘিরে তেতে উঠছেন। ফুটবলাররাও মাঠে নামার জন্য তৈরি।
দলকে তাতাচ্ছেন অস্কার
কলকাতা ডার্বির আগের দিন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón Barreras) বলেছেন, 'আমাদের এ বছরের দলে ভারসাম্য অনেক বেশি। কাল আমরা রক্ষণাত্মক ফুটবল খেলব না। ভারসাম্যের ফুটবল খেলার চেষ্টা করব । গত বছর আমরা পিছিয়ে ছিলাম। কিন্তু এ বছর আমরা পিছিয়ে নেই।'
প্রতিপক্ষের প্রশংসায় লাল-হলুদ কোচ
কলকাতা ডার্বির আগে প্রতিপক্ষ দল সম্পর্কে অস্কার বলেছেন, 'মোহনবাগান সুপারজায়ান্ট খুব ভালো দল। আমি জানি জয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। ওরা ম্যাচের শুরুতে গোল হজম করতে চাইবে না। ওদের ভারতীয় ফুটবলররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছে । তাই প্রতিপক্ষকে রুখতে আমাদের বোঝাপড়া বজায় রাখতে হবে । ৭০ থেকে ৯০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যেই ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে।'
মাঠ নিয়ে অখুশি অস্কার
এবারের সুপার কাপে (AIFF Super Cup 2025-26) ইস্টবেঙ্গল প্রথম দুই ম্যাচ যে মাঠে খেলেছিল, শুক্রবারের ম্যাচ সেই মাঠে হচ্ছে না। মোহনবাগান সুপার জায়ান্ট একই মাঠে খেলার সুবিধা পাচ্ছে। এতে তাদের সুবিধা হবে বলে স্বীকার করছেন অস্কার। তবে তিনি মাঠ নিয়ে না ভেবে নিজের দলকে ম্যাচ জেতানোর পরিকল্পনাই করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


