Kolkata Derby: ১৮ অক্টোবর আইএফএ শিল্ড (2025 IFA Shield) ফাইনালে কলকাতা ডার্বিতে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার ফের কলকাতা ডার্বি হতে চলেছে।
KNOW
AIFF Super Cup 2025: ২০২০ সালের ২৭ নভেম্বর দিনটি ছিল শুক্রবার। গোয়ার (Goa) তিলক ময়দান স্টেডিয়ামে (Tilak Maidan Stadium) সেদিন আইএসএল-এর (Indian Super League 2020-21) ইতিহাসে প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby) হয়েছিল। তখনও করোনাভাইরাসের (COVID-19) প্রভাব দূর হয়নি। তাই গোয়াতেই হয়েছিল আইএসএল-এর সব ম্যাচ। কোনও ম্যাচেই দর্শকদের প্রবেশাধিকার ছিল না। ফলে আইএসএল-এ প্রথম কলকাতা ডার্বি হয়েছিল দর্শকশূন্য মাঠে। শুক্রবার ফের গোয়ার মাটিতেই হতে চলেছে কলকাতা ডার্বি। এবারের ম্যাচ অবশ্য আইএসএল-এর নয়। শুক্রবার সুপার কাপে গ্রুপের ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) লড়াই হতে চলেছে। এই ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার থাকছে। বাংলা থেকেও দুই দলের অনেক সমর্থক গোয়া রওনা হয়েছেন। ফলে মাঠের মতোই গ্যালারিতেও লাল-হলুদ এবং সবুজ-মেরুনের লড়াই দেখা যাবে।
গোয়ায় এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট
গোয়ায় আইএসএল-এর প্রথম কলকাতা ডার্বিতে ২-০ জয় পেয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে প্রথম গোল করেন রয় কৃষ্ণা (Roy Krishna)। এরপর ৮৫ মিনিটে দ্বিতীয় গোল করেন মনবীর সিং (Manvir Singh)। এই ম্যাচের পরেও আইএসএল-এ একাধিকবার কলকাতা ডার্বি হয়েছে গোয়ার মাটিতে। সব ম্যাচেই জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে পরিসংখ্যানের নিরিখে পিছিয়ে থেকেই খেলতে নামছে ইস্টবেঙ্গল। শেষ কলকাতা ডার্বি হয়েছিল আইএফএ শিল্ড (2025 IFA Shield) ফাইনালে। ১৮ অক্টোবর সেই ম্যাচে টাইব্রেকারে হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। ফলে নানা দিক থেকেই বদলা নেওয়ার লক্ষ্যে খেলতে নামছে ইস্টবেঙ্গল।
শুক্রবার উত্তেজক লড়াই
শুক্রবারের ম্যাচের আগে গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। তৃতীয় স্থানে থাকা ডেম্পো স্পোর্টস ক্লাবও (Dempo Sports Club) সেমি-ফাইনালের দৌড়ে আছে। তবে ডেম্পোকে চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিততে হবে এবং কলকাতা ডার্বির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ইস্টবেঙ্গল ড্র করলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে। সবুজ-মেরুন ব্রিগেডকে জয় পেতেই হবে। গ্রুপ থেকে একটি দলই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


