'এবারও সমর্থকদের খুশি করতে চাই,' কলকাতা ডার্বির আগে বার্তা হোসে মলিনার

Published : Oct 30, 2025, 09:58 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

AIFF Super Cup 2025-26: শুক্রবার সুপার কাপে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির।

DID YOU KNOW ?
গোয়ায় এগিয়ে সবুজ-মেরুন
গত ৫ বছরে গোয়ায় কলকাতা ডার্বিতে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে শুক্রবারের ম্যাচেও তারাই এগিয়ে।

Kolkata Derby: ঠিক ১২ দিন আগে আইএফএ শিল্ড (IFA Shield 2025) ফাইনালে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার সুপার কাপে (AIFF Super Cup 2025-26) গ্রুপের ম্যাচেও সেই ফলেরই লক্ষ্যে সবুজ-মেরুন শিবির। ম্যাচের আগের দিন প্রধান কোচ হোসে মলিনা (José Francisco Molina Jiménez) ফের দলকে জিতিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর বিষয়ে আত্মবিশ্বাসী। তাঁর বার্তা, 'আমরা সমর্থকদের জন্য লড়াই করব, ওদের খুশি করব। তবে সমর্থকদের স্টেডিয়ামে পেলে আরও ভালো লাগত। আমরা আগেও ওদের খুশি করেছি, এবারও খুশি করতে চাই।' আইএফএ শিল্ড ফাইনাল অতীত। সুপার কাপের নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে শুক্রবারের ম্যাচ জিততেই হবে। সেই লক্ষ্যেই দলকে তৈরি করছেন মলিনা।

ডার্বি জিতেই নক-আউটের লক্ষ্যে সবুজ-মেরুন

ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও, তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না মলিনা। তিনি বলেছেন, 'আমাদের দলের অবস্থা ভালো। আমাদের ম্যাচ খেলতে হবে এবং নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে জিততে হবে। কলকাতা ডার্বি খেলতে নামা মানেই জয়ের প্রত্যাশা থাকে । সমর্থকরা চান আমরা যেন কলকাতা ডার্বি জিতি।'

ফুটবলারদের ফিটনেস নিয়ে চিন্তায় মলিনা

চলতি মরসুমে সর্বভারতীয় টুর্নামেন্টগুলি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সব দলই সমস্যায় পড়েছে। সে কথা স্বীকার করে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ বলেছেন, 'এই মরসুম কোনও দলের জন্যই সহজ নয়। কারণ, কোনও লিগ নেই, ম্যাচ নেই । যখন ধারাবাহিকভাবে ম্যাচ হয় না, তখন নিজের সেরাটা দেওয়া কঠিন হয়ে যায়। শুধু অনুশীলন করে ফিটনেস ধরে রাখা যায় না। লড়াই থাকলে তবেই সেরাটা বের হয়ে আসে।' আইএসএল (Indian Super League 2025-26) কবে শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফলে সবকিছুই অস্পষ্ট। এরই মধ্যে সুপার কাপে কলকাতা ডার্বি জিতে সমর্থকদের খুশি করার লক্ষ্যে মলিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শুক্রবার চলতি মরসুমে চতুর্থ কলকাতা ডার্বি।
সুপার কাপে শুক্রবার ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ চলতি মরসুমে চতুর্থ কলকাতা ডার্বি।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?