রেফারির ভুল সারা বিশ্বের ফুটবলেই দেখা যায়। এই ভুল যাতে না হয়, সেটা নিশ্চিত করার জন্যই বিভিন্ন দেশে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ভারতে এখনও এই ব্যবস্থা নেই।
ভিএআর কবে চালু হবে? কোনও উত্তর নেই। রেফারিদের মান উন্নত করার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কোনও দিশা নেই। কিন্তু রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালে কী শাস্তি দেওয়া হবে, সেটা স্পষ্ট করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বৃহস্পতিবার এআইএফএফ-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়েছে, ‘সম্প্রতি ফিফার পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তার ভিত্তিতে কঠোর ’আচরণবিধি-অংশগ্রহণকারীদের আচরণ' কার্যকর করছে এআইএফএফ ও এআইএফএফ-এর রেফারি বিভাগ। নতুন মরসুমে এই আচরণবিধি কার্যকর করছে এআইএফএফ। ডুরান্ড কাপ, আই-লিগ, আই-লিগ ৩, সুপার কাপ ও আইএসএল-এ আচরণবিধি কার্যকর হবে।'
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানালে কী হবে?
এআইএফএফ জানিয়েছে, 'একমাত্র অধিনায়ক শ্রদ্ধা বজায় রেখে রেফারির কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারেন। অন্য কোনও ফুটবলার ব্যাখ্যা চাইতে গেলে সতর্কিত করা হতে পারে। টেকনিক্যাল এরিয়ায় থাকা সিনিয়র কোনও ব্যক্তি শ্রদ্ধা বজায় রেখে চতুর্থ রেফারির কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারেন। অন্য কোনও ফুটবলার ব্যাখ্যা চাইতে গেলে হলুদ কার্ড দেখানো হতে পারে। ম্যাচ চলাকালীন শুধু কোচ ও টেকনিক্যাল এরিয়ায় থাকা অন্য একজন দাঁড়িয়ে থাকতে পারবেন। চিকিৎসক, ফিজিওরা শুধু প্রয়োজন হলে তবেই দাঁড়াতে পারবেন। বারবার রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে বা অশ্রদ্ধা প্রকাশ করলে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো হতে পারে।'
রেফারি কৃস্টাল জনের ছবি, হাসির খোরাক এআইএফএফ
সোশ্যাল মিডিয়ায় এআইএফএফ-এর পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে, তার শুরুতেই রেফারি কৃস্টাল জনের ছবি দেওয়া হয়েছে। এই ছবি দেখে ফুটবলপ্রেমীরা ব্যঙ্গ করছেন। কারণ, এই রেফারির ভুল সিদ্ধান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাঁর বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কিন্তু জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, তাঁকেই আদর্শ রেফারি হিসেবে তুলে ধরছে এআইএফএফ। যা দেখে হাসাহাসি করছেন বিভিন্ন ক্লাবের সমর্থকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Indian Football: অক্টোবরে লেবানন, ভিয়েতনামের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে ভারত, কোচ হবেন কে?
Igor Stimac: 'গত ৪-৫ বছরে একটা বিষয়েই সফল এআইএফএফ,' এ কী বললেন ইগর স্টিম্যাচ!