জমে উঠেছে কলকাতা লিগ। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহামেডান (Mohammedan) তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে মোহনবাগান (Mohun Bagan) ড্র করেছে। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের কাছে আটকে যায় সাদাকালো ব্রিগেড।
জমে উঠেছে কলকাতা লিগ। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহামেডান (Mohammedan Sporting Club) তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে মোহনবাগান (Mohun Bagan) ড্র করেছে। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের কাছে আটকে যায় সাদাকালো ব্রিগেড।
প্রসঙ্গত, গত ২৫ জুন থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবলের এই মেগা প্রতিযোগিতা। এবার লিগে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে।
গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এবং পাঠচক্র।
অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর এফসি, পিয়ারলেস, ক্যালকাটা কাস্টমস, পুলিশ এসি, রেইনবো এফসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, টালিগঞ্জ অগ্রগামী।
অন্যদিকে, এবারের ‘সিএফএল’-এ বড় দলগুলিকে বেশ বেগ দিচ্ছে তথাকথিত ছোট দলগুলি। যেমন খিদিরপুর ফুটবল দল (Kidderpore Sporting Club) আটকে দিয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দলকে। সেই ম্যাচটি শেষ হয় গোলশূন্য অবস্থায়। ওদিকে আবার কলকাতা লিগের (Calcutta Football League) অপর এক গুরুত্বপূর্ণ ম্যাচে, ভবানীপুর ফুটবল ক্লাবের (Bhawanipore Football Club) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মোহনবাগান। এছাড়াও জয় পেয়েছে জর্জ টেলিগ্রাফ (George Telegraph Sports Club) এবং পিয়ারলেস ফুটবল দলও (Peerless FC)।
সেই ম্যাচে, সবুজ মেরুন রক্ষণভাগ নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে। যেভাবে এই খেলায় ভবানীপুর একের পর এক আক্রমণ তুলে আনে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কোচ কি পরের ম্যাচে ডিফেন্স নিয়ে অন্য কিছু ভাববেন? তাই নিয়েই সন্দিহান অনেকে।
কলকাতা লিগের জন্য যে স্কোয়াড মোহনবাগানের রয়েছে, সেখানে রক্ষণভাগের অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন। যেমন সুমিত রাঠি (Sumit Rathi), রাজ বাসফোরে (Raj Basfore), আমনদীপ (Amandeep), সায়ন দাস (Sayan Das) এবং রবি রানা (Ravi Rana) সহ একাধিক খেলোয়াড় রয়েছেন, যারা ভালো সার্ভিস দিতে পারেন দলকে।
কারণ, ডিপ ডিফেন্সের ফাঁকফোকর মেরামতি না করলে, চলতি কলকাতা লিগে বেজায় সমস্যায় পড়তে পারে মোহনবাগান (Mohun Bagan Super Giant)।
আরও পড়ুনঃ
কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।