রবিবার রাতেই কলকাতায় আসছেন, ডুরান্ড কাপে লাল-হলুদ জার্সিতে আনোয়ার আলি!

জাতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে জল্পনা অব্যাহত। এই ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের টানাপোড়েন অত্যন্ত আকর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে।

Soumya Gangully | Published : Aug 10, 2024 9:17 PM IST / Updated: Aug 11 2024, 03:16 AM IST

মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে 'নো-অবজেকশন সার্টিফিকেট' পেয়ে গেলেন আনোয়ার আলি। ফলে সরকারিভাবে পুরনো দল দিল্লি এফসি-তে ফিরে গেলেন এই ডিফেন্ডার। দিল্লি এফসি থেকেই লোনে মোহনবাগান সুপার জায়ান্টে এসেছিলেন আনোয়ার। তবে একতরফাভাবে সেই চুক্তি ভেঙে দিয়েছেন এই ডিফেন্ডার। তিনি এবার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চান। দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন আনোয়ার। ময়দানে খবর, রবিবার রাত ১০টায় কলকাতায় পৌঁছে যাচ্ছেন এই ফুটবলার। তাঁকে ডুরান্ড কাপের দলে রাখবে ইস্টবেঙ্গল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই লাল-হলুদ জার্সিতে অভিষেক হবে আনোয়ারের। ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যেই আনোয়ারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন।

আনোয়ারকে স্বাগত জানাতে তৈরি লাল-হলুদ জনতা

Latest Videos

রবিবার রাত ১০টা বেজে ১০ মিনিটে চণ্ডীগড় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা আনোয়ারের। এই তারকা ডিফেন্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সাধারণত বিদেশি ফুটবলারদেরই স্বাগত জানাতে বিমানবন্দরে থাকেন সমর্থকরা। কিন্তু আনোয়ারকে যেহেতু মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল, এই কারণে উৎসাহিত হয়ে উঠেছেন সমর্থকরা। তাঁরা আনোয়ারকে সাদর অভ্যর্থনা জানাতে তৈরি।

আনোয়ারকে দলে নিয়ে শাস্তির মুখে পড়বে ইস্টবেঙ্গল?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি এখনও আনোয়ারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। মোহনবাগান সুপার জায়ান্ট এই ফুটবলারকে ছেড়ে দিলেও, মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইছে। ফলে আনোয়ারের সঙ্গে চুক্তি করলে জরিমানার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল। এমনকী ট্রান্সফার ব্যানের মুখেও পড়তে পারে ইস্টবেঙ্গল। ফলে আনোয়ারকে দলে নিতে হলে ঝুঁকি নিতে হবে ইস্টবেঙ্গলকে। লাল-হলুদ শিবির অবশ্য এই ঝুঁকি নিতে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়,' আনোয়ার আলি ইস্যুতে মোহনবাগানকে কটাক্ষ 'ঘোস্ট রাইডার' রঞ্জিত বাজাজের

শনিবারের বারবেলায় কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু, উত্তেজনার প্রহর গুনছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা

বায়ুসেনার গোলে ৬ বার স্ট্রাইক, এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট

Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |