সংক্ষিপ্ত
গত মরসুমের চেয়ে এবার মোহনবাগান সুপার জায়ান্ট দল আরও শক্তিশালী হয়েছে। ডুরান্ড কাপে কলকাতা ডার্বির আগে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমকে উড়িয়ে দিলেন জেসন কামিংসরা।
এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে পুরো দল ছিল না। প্রধান কোচ হোসে মলিনাও তখনও কলকাতায় এসে পৌঁছননি। ফলে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে দলের বেশিরভাগ ফুটবলারকেই পেলেন মলিনা। তাঁর দলের ফুটবলাররা কী করতে পারেন, সেটা বুঝিয়ে দিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে যাওয়া ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমকে ৬-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংস। এছাড়া গোল করলেন টম আলফ্রেড, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা ও গ্রেগ স্টেওয়ার্ট। বেশিরভাগ সময়ই খেলা হল বায়ুসেনা দলের অর্ধে। সবুজ-মেরুন ব্রিগেডের গোলকিপার বিশাল কাইথ বেশিরভাগ সময়ই দর্শকের ভূমিকায় ছিলেন। কলকাতা ডার্বির আগে বড় জয় পেয়ে শুধু মানসিকভাবে উজ্জীবিত হয়ে ওঠাই নয়, গোলপার্থক্যেও এগিয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড। ২ ম্যাচে ৬ গোল করে ২ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। সেখানে ২ ম্যাচে ৭ গোল করল মোহনবাগান সুপার জায়ান্ট। মলিনার দলের বিপক্ষে কোনও গোল হয়নি। ফলে কলকাতা ডার্বিতে না হারলেই নক-আউটে পৌঁছে যাবে সবুজ-মেরুন ব্রিগেড।
কোচের জন্মদিনে বড় জয় সবুজ-মেরুন ব্রিগেডের
বৃহস্পতিবার মলিনার জন্মদিন। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তাঁকে জন্মদিনের উপহার দিলেন কামিংসরা। ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম গোল করেন কামিংস। এরপর ১০ মিনিটে ব্যবধান বাড়ান আলফ্রেড। ৩৮ মিনিটে দলের তৃতীয় গোল করেন লিস্টন। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৬৫ মিনিটে দুরন্ত শটে ব্যবধান বাড়ান অনিরুদ্ধ। ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন কামিংস। সবুজ-মেরুন জার্সি পরে প্রথম ম্যাচ খেলতে নেমে দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে প্রথম গোল করেন স্টেওয়ার্ট।
কলকাতা ডার্বি জিততে তৈরি সবুজ-মেরুন
ডুরান্ড কাপে ২ ম্যাচেই দেখা গিয়েছে, ইস্টবেঙ্গলের রক্ষণে সমস্যা আছে। এই সুযোগ কাজে লাগাতে তৈরি কামিংসরা। দল বড় ব্যবধানে কলকাতা ডার্বিতে জয় পাবে বলে আশায় মোহনবাগান সমর্থকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ফরাসি প্রেমিক' তালালের জাদুতে মাতোয়ারা লাল-হলুদ, ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ইস্টবেঙ্গলের
রাতে কলকাতা পৌঁছেই সকালে অনুশীলনে! অসাধারণ দায়বদ্ধতা ম্যাকলারেন, কামিন্সের