আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে আড়াই দশকেরও বেশি সময় ধরে খেলছেন লিওনেল মেসি। দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি দলকে কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতিয়েছেন।
১৮ ডিসেম্বর, ২০২২। ঠিক ১ বছর আগে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়। সেই জয়ের বর্ষপূর্তিতে উচ্ছ্বসিত মেসি। সোশ্যাল মিডিয়া পোস্টে সতীর্থ, দেশের মানুষ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন মেসি। তিনি বিশ্বকাপ জয়ের পর তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার কেরিয়ারের সবচেয়ে সুন্দর পাগলামির ১ বছর পূর্ণ হল। এই স্মৃতি কখনও ভুলব না, সারাজীবন মনে থাকবে। সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানাই।’ মেসির এই পোস্ট দেখে তাঁর অনুরাগীদের পাশাপাশি সতীর্থরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
প্রথম ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে মেসির গোলে এগিয়ে গিয়েও সৌদি আরবের বিরুদ্ধে ১-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়ে মেক্সিকোকে ২-০ হারিয়ে দেন মেসিরা। ফের গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রুপ সি-র শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ হারিয়ে দেয় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। গোল পান মেসি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পায় অ্যালবিসেলেস্তে। এরপর সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ জয় আসে। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পান মেসিরা। বর্ষপূর্তিতে কাতারে অসাধারণ পারফরম্যান্সের সুখস্মৃতিতে মজে আর্জেন্টিনা শিবির।
মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য মেসির
মেসির জন্মের আগে ১৯৮৬ সালে মেক্সিকোয় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান প্রয়াত দিয়েগো মারাদোনা। এরপর ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেও হেরে যান মেসিরা। কাতারে সেই আফশোস মিটে গিয়েছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের মুখে হাসি ফোটান মেসি। সেই জয়ের বর্ষপূর্তিতে আর্জেন্টিনার সমর্থকরা উৎসব পালন করছেন। তাঁদের আশা, আরও সাফল্য পাবেন মেসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: মেসিকে নিয়ে তথ্যচিত্র সিরিজ, টিজার প্রকাশ অ্যাপল টিভির
নিলামে উঠল ৬টি জার্সি, ৬৫ কোটিতে বিক্রি হল বিশ্বকাপে মেসির গায়ে থাকা জার্সি
Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি