পানামা, কিউরাসাওয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে খেলবেন, দেশের হয়ে ১০০ গোলের লক্ষ্যে মেসি

শ্বশুরবাড়ির মালিকানাধীন সুপার মার্কেটে দুষ্কৃতী হামলা, খুনের হুমকির মধ্যেই আর্জেন্টিনা ফিরছেন লিওনেল মেসি। দেশের হয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক।

Web Desk - ANB | Published : Mar 4, 2023 2:29 AM IST

কাতার বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছিলেন, তিনি আর দেশের হয়ে খেলবেন না। তবে পরবর্তীকালে মত বদলেছেন 'এল এম টেন'। তিনি ফের আর্জেন্টিনার হয়ে খেলতে নামছেন। দেশের মাটিতে পানামা ও কিউরাসাওয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের জন্য ৩৫ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই দলে রাখা হয়েছে মেসিকে। এখনও পর্যন্ত আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে ১৭২ ম্যাচ খেলে ৯৮ গোল করেছেন মেসি। দেশের হয়ে ১০০ গোলের নজির গড়ার জন্য এই দু'টি ফ্রেন্ডলি ম্যাচ পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। কাতার বিশ্বকাপের পর এই প্রথম কোনও ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ফলে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ২৩ মার্চ বুয়েনস আইরেসে আর্জেন্টিনা-পানামা ম্যাচ হবে। এরপর ২৮ মার্চ আর্জেন্টিনা-কিউরাসাও ম্যাচ। এই দু'টি ম্যাচেই খেলতে পারেন মেসি। তবে তরুণ ফুটবলারদেরও সুযোগ দিতে পারেন স্কালোনি।

এদিকে, চলতি মরসুম শেষ হলেই মেসির প্যারিস সাঁ জা ছেড়ে অন্য কোনও ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে। প্রাথমিকভাবে প্যারিসে আরও এক বছর থাকতে রাজি হয়েছিলেন মেসি। কিন্তু তিনি এখনও নতুন চুক্তিতে সই করেননি। পিএসজি ম্যানেজমেন্ট বারবার আলোচনার কথা বললেও, মেসির দিক থেকে এখনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে চুক্তি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। স্পেনের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেসিকে বেতন কমাতে বলছে পিএসজি। কারণ, উয়েফার নিয়ম অনুযায়ী ক্লাবগুলি সর্বাধিক যত অর্থ খরচ করতে পারে, তার চেয়ে বেশি অর্থ খরচ করে ফেলেছে পিএসজি। এখন ফুটবলারদের বেতন না কমালে শাস্তির মুখে পড়তে হতে পারে। সেই কারণে মেসিকে কম বেতনে খেলতে বলা হচ্ছে। কিন্তু তাতে রাজি হচ্ছেন না এই তারকা।

Latest Videos

মেসি পিএসজি-র প্রস্তাবে রাজি না হওয়ার পরেই তাঁর বাবা জর্জ বার্সেলোনা গিয়েছেন বলে জানা গিয়েছে। বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকও করেছেন মেসির বাবা। কিন্তু ক্যাম্প ন্যু-তে মেসির ফেরার সম্ভাবনা কম। কারণ, বার্সারও আর্থিক সঙ্কট রয়েছে। লা লিগা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নতুন মরসুমে আর কোনও ফুটবলারকে দলে নিতে পারবে না বার্সা। ফলে পিএসজি ছাড়লে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতেই যোগ দিতে পারেন মেসি। সেই সম্ভাবনা ক্রমশঃ উজ্জ্বল হয়ে উঠছে।

আরও পড়ুন-

রোজারিওতে শ্বশুরের সুপার মার্কেটে গুলি, লিওনেল মেসিকে খুনের হুমকি!

প্রধানমন্ত্রী মোদীকে লিওনেল মেসির জার্সি উপহার দিলেন আর্জেন্টিনার বিদেশমন্ত্রী

বেঞ্জেমার বদলে মেসিকে ভোট, রিয়াল মাদ্রিদ সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ আলাবাকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘ফিরহাদ হাকিমকে ছাড়বো না’ তীব্র হুঙ্কার শুভেন্দুর! দেখুন কী বললেন | Suvendu Adhikari BJP
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো