সংক্ষিপ্ত

ফের ক্লাব বদলাতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে ইউরোপে ফিরছেন না এই তারকা ফুটবলার। নিজের দেশের ক্লাবের হয়ে খেলেই পেশাদার ফুটবল থেকে অবসর নিতে পারেন মেসি।

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে খেলতেই পরবর্তী ক্লাব ঠিক করে ফেললেন লিওনেল মেসি। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি আছে মেসির। এরপর ছোটবেলার ক্লাবে ফিরে যাবেন এই তারকা। ২০২৬ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার নেওয়েলস ওল্ড বয়েজে যোগ দিতে চলেছেন মেসি। ২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সাঁ জা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি এখনও পর্যন্ত মেজর লিগ সকারে পুরো মরসুম খেলার সুযোগ পাননি। চলতি মরসুমের শুরুতে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি চোট সারিয়ে মাঠে ফিরেছেন মেসি। দল বদলানোর আগে ইন্টার মায়ামিকে প্রথমবার মেজর লিগ সকার খেতাব জেতানোই মেসির লক্ষ্য।

আড়াই দশক পর দেশের ক্লাবে ফিরছেন মেসি

১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ওল্ড বয়েজে ছোটদের দলে খেলেন মেসি। তারপর বার্সেলোনায় পাড়ি জমান এই তারকা। সেখানে প্রায় ২ দশক খেলার পর পিএসজি হয়ে এখন ইন্টার মায়ামিতে মেসি। তবে তাঁর অনেকদিন ধরেই ছোটবেলার ক্লাবে ফেরার ইচ্ছা ছিল। ২০১৬ সালে স্পেনের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘আমি যদি আগামীকাল আর্জেন্টিনায় ফিরে যেতে পারি, তাহলে ভালো লাগবে। তখন আমি নেওয়েলসের হয়ে খেলব।’ সেই সাক্ষাৎকারের প্রায় এক দশক পর পুরনো ক্লাবে ফিরছেন মেসি। দলবদলের ঘোষণায় তাঁর অনুরাগীরা খুশি।

চোট সারিয়ে অনেকটাই ফিট মেসি

কোপা আমেরিকা ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। সেই চোট তাঁকে অনেকদিন ভুগিয়েছে। তবে এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন মেসি। তিনি ইন্টার মায়ামির হয়ে খেলেছেন। সম্পূর্ণ ফিট হয়ে উঠে দলকে সাফল্য এনে দেওয়াই মেসির লক্ষ্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলে ছাপ রেখে যেতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিনোদনের মাধ্যমে শিকড়ে ফিরছেন, মায়ামিতে খেলার মাঝেই হলিউডের প্রযোজক লিওনেল মেসি

বিশ্ব ফুটবলে যুগাবসান, ২১ বছর পর ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই মেসি-রোনাল্ডো

Lionel Messi: ইচ্ছা থাকলেও কেন বার্সেলোনায় ফিরলেন না মেসি? খোলসা করলেন লা লিগা প্রেসিডেন্ট