সংক্ষিপ্ত
বার্সেলোনার হয়ে একাধিকবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপও জিতেছেন। ফের বিশ্বজয়ের সুযোগ পেতে চলেছেন লিওলেন মেসি।
বার্সেলোনার হয়ে ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। আগামী বছর মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে ফের এই টুর্নামেন্ট জেতার জন্য লড়াই করার সুযোগ পেতে চলেছেন মেসি। নিয়ম বদল করে তাঁর ক্লাবকে এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুযোগ দিল ফিফা। ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ক্লাব বিশ্বকাপ। সাধারণত, যে দেশে এই টুর্নামেন্ট হবে, সেই দেশের প্রধান লিগ চ্যাম্পিয়ন ক্লাবকেই আয়োজক হওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার এই নিয়ম বদল করল ফিফা। এবার মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড জিতেছেন মেসিরা। এই সাফল্যের জন্যই তাঁদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়া হচ্ছে। ফুটবল দুনিয়ায় অনেকে বলছেন, মেসির জন্যই ক্লাব বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামির নাম ঘোষণা ফিফা সভাপতির
ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে ইন্টার মায়ামির নাম ঘোষণা করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতার মাধ্যমে সাফল্য পাওয়ার জন্য অভিনন্দন। আপনারা (ইন্টার মায়ামি) দেখিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা খেলার মাঠে ধারাবাহিকভাবে সেরা ক্লাব। এই কারণে আমি এই ঘোষণা করার সময় গর্ব অনুভব করছি যে বিশ্বের অন্যতম সেরা ক্লাব, আপনারা যোগ্য ক্লাব হিসেবেই ২০২৫ সালে নতুন ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক ক্লাব হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে চলেছেন।’
ক্লাব বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই দল
২০২২ সালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে মেজর লিগ ক্লাবের দল সিটল সাউন্ডার্স এফসি। এবার ইন্টার মায়ামিও এই টুর্নামেন্টে খেলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি
বিনোদনের মাধ্যমে শিকড়ে ফিরছেন, মায়ামিতে খেলার মাঝেই হলিউডের প্রযোজক লিওনেল মেসি
Lionel Messi: 'প্রতিবেশীরা বিরক্ত করত, প্যারিসে ভালো লাগছিল না,' জানালেন মেসি