Brazil vs Argentina: ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ব্রাজিলের ঘরের মাঠেই তাদের হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বের ম্যাচে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। গত ম্যাচ ম্যাচে ব্রাজিলকে তিন বার হারাল বিশ্বজয়ী আর্জেন্টিনা।

ব্রাজিলের ঘরের মাঠেই তাদের হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বের ম্যাচে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। গত ম্যাচ ম্যাচে ব্রাজিলকে তিন বার হারাল বিশ্বজয়ী আর্জেন্টিনা।

বুধবার ভোরে ব্রাজিলের রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বের খেলায় ব্রাজিলের মুখোমুখি হয় বিশ্বজয়ী আর্জেন্টিনা। ম্যাচের ৬৩ মিনিটে কর্নার থেকে দলের হয়ে একমাত্র গোল করেন ওটামেন্ডি। দুই ডিফেন্ডারকে এড়িয়ে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন তিনি।। ম্যাচে বেশ কয়েকবার গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল দুই দলই। ব্রাজিলের ৭ নম্বর মার্তিনেলির ২টি শট দারুণ দক্ষতায় সেভ করেন গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার মার্তিনেজ। গোল করার জায়গায় ছিল আর্জেন্টিনাও। তবে শেষ পর্যন্ত ম্যাচেপ ফলে কোনও পরিবর্তন হয়নি।

Latest Videos

৮২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের জোলিন্টন। রড্রিগো ডি পলকে বাজেভাবে ফাউল করায় তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। এছাড়াও ৮ মিনিটের মাথায় জেসুস ও ১৪ মিনিটের মাথায় রাফিনহা হলুদ কার্ড দেখেন। আর্জেন্টিনার হয়ে কোনও খেলোয়াড় কার্ড দেখেননি।

এ দিন পুরো সময় মাঠে থাকেননি লিওনেল মেসি। ম্যাচের মাঝে থাইয়ে মাসাজ করাতে দেখা যায় মেসিকে। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি সেটা তাঁর খেলায় দেখা গিয়েছে। ৭৮ মিনিটে তাঁর পরিবর্ত হিসাবে মাঠে নামেন অ্যাঞ্জেল দি মারিয়া। বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বের খেলায় আগের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ব্রাজিলের বিরুদ্ধে সেই ধাক্কা কাটিয়ে উঠলেন মেসিরা। এদিনের জয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা।

এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ছাড়া আর কোনও খেলায় হারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। ৬টির মধ্যে ৪টিতে জিতেছেন সুয়ারেজরা। একটিতে হার ও একটা ম্যাচ ড্র করেছে তারা। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে মোটেই নিজেদের মান অনুযায়ী খেলতে পারেনি ব্রাজিল। ৬ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ২টিতে। ৩টি খেলায় হেরেছে, আর একটি ম্যাচে কোনও মতে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছ'নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। পরবর্তী ম্যাচগুলিতে তারা কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। ২০২৬-র বিশ্বকাপে ৩২-র নয় খেলবে ৪২টি দেশ। আগামী বছর পর্যন্ত চলবে যোগ্যতা নির্ধারণী পর্বের ম্যাচ। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলি জিততে হবে ব্রাজিলকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee