স্বাধীনতা-পূর্ববর্তী ভারতে পূর্ববঙ্গের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের যোগ ছিল। স্বাধীনতার পর বাংলাদেশের সঙ্গেও ইস্টবেঙ্গল ক্লাবের যোগাযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত সবাই উদ্বিগ্ন।
বাংলাদেশের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিল ইস্টবেঙ্গল ক্লাব। কয়েকদিন আগেই ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ, শান্তি ফেরানোর দাবি জানানো হয়েছিল। সেই সময়ই ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরকারি হস্তক্ষেপ চাওয়া হবে। এবার সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল ইস্টবেঙ্গল ক্লাব। ভারতের অন্য কোনও ফুটবল ক্লাব এভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হয়নি। ইস্টবেঙ্গল সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ক্লাবের কর্তারাও এ বিষয়ে সরব হয়েছেন। বাংলাদেশের বিষয়টি যেহেতু আন্তর্জাতিক স্তরের, এই কারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল ইস্টবেঙ্গল ক্লাব। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য বাংলাদেশের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হবে কি না স্পষ্ট নয়।
কী আর্জি ইস্টবেঙ্গল ক্লাবের?
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, সমর্থকদের কথা ভেবেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সারা ভারতের পাশাপাশি বাংলাদেশেও ইস্টবেঙ্গল সমর্থকরা আছেন। তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশে শান্তি ফেরানো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের দাবি।
বাংলাদেশ নিয়ে সরব সৌভিক চক্রবর্তী
ইস্টবেঙ্গল কর্তাদের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীও। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'আমি কষ্ট এবং অবিচারের সম্মুখীন সকল সম্প্রদায়ের সাথে দাঁড়িয়েছি এবং আমি বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি। মানবতার মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রতিটি ব্যক্তির মঙ্গল নিশ্চিত করা অপরিহার্য, তাদের পটভূমি নির্বিশেষে। আসুন আমরা সকলের জন্য সম্প্রীতি এবং সুরক্ষার পক্ষে, প্রয়োজনে যাদের কণ্ঠস্বরকে সমর্থন ও প্রসারিত করতে একত্রিত হই।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি,' বার্তা সৌভিক চক্রবর্তীর
'বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হওয়া দরকার,' বার্তা ইস্টবেঙ্গল ক্লাবের