'বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি,' বার্তা সৌভিক চক্রবর্তীর

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করা হয়েছে। এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সরব হলেন ফুটবলার সৌভিক চক্রবর্তী।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে, তার বিরুদ্ধে সরব হলেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন,  'আমি কষ্ট এবং অবিচারের সম্মুখীন সকল সম্প্রদায়ের সাথে দাঁড়িয়েছি এবং আমি বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি। মানবতার মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রতিটি ব্যক্তির মঙ্গল নিশ্চিত করা অপরিহার্য, তাদের পটভূমি নির্বিশেষে। আসুন আমরা সকলের জন্য সম্প্রীতি এবং সুরক্ষার পক্ষে, প্রয়োজনে যাদের কণ্ঠস্বরকে সমর্থন ও প্রসারিত করতে একত্রিত হই।' এর আগে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়ে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক সৈয়দ রহিম নবি। এবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সৌভিক।

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিবাদ

Latest Videos

কয়েকদিন আগেই ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি ফেরানোর ডাক দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা। তিনি বলেন, 'বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদের অনেক সমর্থকের পরিবার, আত্মীয়স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে এবং '৬০-এর দশকের শেষের দিকে এবং ‘৭০-এর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। আমরা তাঁদের কাছ থেকে প্রচুর ফোন এবং ই-মেইল পাচ্ছি, যেখানে তাঁরা আমাদের এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন I এমনকী, আমাদের সমর্থকরা যাঁরা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন, তাঁরাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার।’

পথে নামছেন সমর্থকরা

ইস্টবেঙ্গল সমর্থকরাও বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সরব হওয়ার পাশাপাশি তাঁরা পথে নেমেও প্রতিবাদ জানাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হওয়া দরকার,' বার্তা ইস্টবেঙ্গল ক্লাবের

অপরাধ তিনি ‘হিন্দু’, ঢাকায় ছাত্রকে বেধড়ক মার মৌলবাদীদের, ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে