মাঝপথেই মরসুম শেষ, চোটের জন্য মাঠের বাইরে ওড়িশা এফসি-র তারকা রয় কৃষ্ণ

আইএসএল-এর অন্যতম সেরা তারকা ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ। কিন্তু চলতি মরসুমে ওড়িশা এফসি-র হয়ে আর মাঠে নামতে পারবেন না এই স্ট্রাইকার।

চলতি মরসুমে আর মাঠে নামতে পারবেন না রয় কৃষ্ণ। বুধবার ওড়িশা এফসি-র পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। লিগামেন্টের চোটের জন্যই ছিটকে গেলেন ফিজির এই স্ট্রাইকার। চিকিৎসা পরিষেবায় তাঁর এই চোটের নাম এসিএল গ্রেড থ্রি ইনজুরি। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন কৃষ্ণ। এই চোটের কারণেই তিনি ছিটকে গেলেন। ফিজির এই স্ট্রাইকার গত মরসুমে ওড়িশা এফসি-তে যোগ দেন। গত মরসুমের পর চলতি মরসুমেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন এই স্ট্রাইকার। কিন্তু তাঁর চোট দলের পক্ষে বড় ধাক্কা। তবে এই ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ওড়িশা এফসি।

দল নিয়ে নতুন ভাবনায় সের্জিও লোবেরা

Latest Videos

দলের প্রধান স্ট্রাইকার কৃষ্ণ চোট পাওয়ায় চাপে পড়ে গিয়েছেন ওড়িশা এফসি-র প্রধান কোচ সের্জিও লোবেরা। তাঁর দলের আক্রমণ বড় ধাক্কা খেয়েছে। তবে দল যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেই পরিকল্পনা শুরু করে দিচ্ছেন লোবেরা। তিনি বলেছেন, 'আমরা গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে রয় কৃষ্ণ চলতি মরসুমের জন্য ছিটকে গিয়েছে। আমাদের মেডিক্যাল টিম সে কথা জানিয়েছে। আমরা একজন অবিশ্বাস্য খেলোয়াড়কে হারাচ্ছি। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে অন্যতম সেরা পেশাদার ফুটবলার। আমি নিশ্চিত, ও দ্রুত ফিট হয়ে উঠবে এবং আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরে আমাদের দলকে সাহায্য করবে। এই ধরনের ধাক্কা সামাল দেওয়া কঠিন। তবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের কাজ ভালোভাবে করে যেতে হবে।'

দুঃখিত ওড়িশা এফসি সমর্থকরা

ওড়িশা এফসি সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন কৃষ্ণ। তিনি চোট পেয়ে চলতি মরসুমের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় ওড়িশা এফসি সমর্থকরা দুঃখিত। তবে দলের সঙ্গে যুক্ত সবারই আশা, দ্রুত ফিট হয়ে মাঠে ফিরবেন ফিজির এই স্ট্রাইকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হওয়া দরকার,' বার্তা ইস্টবেঙ্গল ক্লাবের

মাঠে নামার ৯ মিনিটের মধ্যে গোল জেসন কামিংসের, ফের আইএসএল-এর শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট

নায়ক 'গ্রিক গড', আলাদীনের আশ্চর্য প্রদীপ নিভিয়ে প্রথম জয় ইস্টবেঙ্গলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি