লাগাতার খুন এবং ধর্ষণের হুমকি? ইউনুসের বাংলাদেশে বিদ্রোহী এই মহিলা ফুটবলার

Published : Feb 05, 2025, 01:25 AM IST
Matsushima Sumaya

সংক্ষিপ্ত

এমনকি, অনুশীলনও বয়কট করেছেন তারা। 

বাংলাদেশ মহিলা ফুটবলে চলছে লাগাতার অচলাবস্থা। পিটার বাটলারকে ফের কোচ করার সিদ্ধান্ত মানতে পারছেন না অধিকাংশ মহিলা ফুটবলারই।

এমনকি, অনুশীলনও বয়কট করেছেন তারা। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এখন। মহিলা ফুটবলার মাতসুশিমা সুমায়া ফেসবুকে লিখেছেন যে, এই প্রতিবাদের জন্য রীতিমতো খুন এবং ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে।

যদিও ঘটনার শুরু কয়েকদিন আগে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হেনস্থা, দুর্ব্যবহার এবং বিভাজনের অভিযোগ এনেছিল সাফ জয়ী দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাছে বারবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। এমনকি, তারা গণ-অবসরের হুঁশিয়ারিও দিয়েছেন।

একটি লিখিত বিবৃতিতে সই করেছেন ১৭ জন মহিলা ফুটবলার। ফেডারেশন যদিও পিটারের পক্ষেই রয়েছে। কিন্তু অনুশীলনে নামছেন না ফুটবলাররা।

জানা যাচ্ছে, তাদের অভিযোগপত্রটি লিখেছিলেন সুমায়া। বাফুফের কাছেও সেই খবর পৌঁছয়। এই ঘটনার পর ফেসবুকে তিনি লিখেছেন, “গত কয়েকদিন ধরে আমি লাগাতার খুন এবং ধর্ষণের হুমকি পাচ্ছি। যে ভাষায় সেগুলো বলা হচ্ছে, তা একেবারে আমার ভাবনার বাইরে। আমি জানি না যে, কবে এবং কীভাবে এই আতঙ্ক থেকে বেরোব। কিন্তু এটুকু বুঝতে পারছি যে, নিজের স্বপ্নকে বাস্তবে পূরণ করার জন্য কারোর এই পথে আসা উচিত নয়।”

সুমায়ার জন্ম এবং বড় হয়ে ওঠা আসলে জাপানে। সেই ইতিহাস সুমায়া ফেসবুকে লিখেছেন। তিনি আরও লিখেছেন, “ফুটবলের স্বপ্নপূরণ করার জন্য আমি পরিবারের সঙ্গে লড়েছি। ভেবেছিলাম, দেশ অন্তত আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবটা অন্যরকম। ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ মাথা ঘামায় না আসলে।”

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল