ISL: পাঞ্জাব ম্যাচে কি আলবার্তোকে পাবে মোহনবাগান? আর একটু এগোলেই যে সুপার সিক্স

Published : Feb 05, 2025, 01:08 AM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

এবার সামনে পাঞ্জাব। 

দুরন্ত ছন্দে আছে মোহনবাগান। তবুও আলবার্তো রডরিগেজকে নিয়ে একটা চিন্তা ছিলই।

তিনি আদৌ চোট সারিয়ে খেলতে পারবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তার কালো মেঘ দেখা যাচ্ছিল সবুজ মেরুনের ড্রেসিংরুমে। কিন্তু সোমবার, মোলিনাকে স্বস্তি দিয়ে পুরোদমে অনুশীলন করেছেন আলবার্তো। শোনা যাচ্ছে, তাঁকে রেখেই সম্ভবত বুধবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে প্রথম একাদশ গড়তে চলেছে মোহনবাগান।

পাঞ্জাব এফসি ১৭ ম‌্যাচে ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে আপাতত ৯ নম্বরে। শেষ ম‌্যাচে লুকা মায়েসেনর করা শেষ মুহূর্তের গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয় পাঞ্জাব। ফলে, প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা। ওদিকে মহমেডানের বিরুদ্ধে আলবার্তো না থাকায় সেন্টার ব‌্যাক হিসেবে দারুণ খেলেছিলেন দীপেন্দু বিশ্বাস।

তাই পাঞ্জাবের বিরুদ্ধে টমের পাশে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। বাকি দুজন যথাক্রমে আশিস রাই এবং শুভাশিস বসু। তবে বিকল্পও তৈরি রাখছেন মোলিনা। আলবার্তো শুরু থেকে না খেলতে পারলে, সেক্ষেত্রে দীপেন্দু এবং শুভাশিস সেন্টার ব‌্যাক হিসেবে খেলবেন।

অন্যদিকে, দুটি সাইড ব‌্যাক হবেন আশিস রাই এবং আশিক কুরুনিয়ান। মাঝমাঠ নিয়ে অবশ‌্য ততটা চিন্তিত নন মোলিনা। আপুইয়া না থাকায় সাহাল আবদুল সামাদের সঙ্গে মোলিনা এদিন দেখে নেন দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীকে। উল্লেখ্য, মোহনবাগানের এখন মোট পয়েন্ট ৪৩। তাই বুধবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ড্র করলেই মোহনবাগান ৪৪ পয়েন্টে পৌঁছে যাবে এবং প্রথম দল হিসেবে চলতি মরশুমে প্লে-অফে যোগ‌্যতা অর্জন করতে পারবে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2026: জমে গেছে চ্যাম্পিয়ন্স লিগ, দুরন্ত জয় রিয়াল এবং আর্সেনালের! পরাজয় সিটির
সন্তোষ ট্রফি ২০২৫-২৬: প্রথম ম্যাচেই ছন্দে বাংলা, নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় জয়