কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েও লাভ হল না, এআইএফএফ-এর সিদ্ধান্তে অস্বস্তিতে ইস্টবেঙ্গল

Published : Feb 03, 2025, 05:14 PM ISTUpdated : Feb 03, 2025, 05:38 PM IST
Dr Mansukh Mandaviya

সংক্ষিপ্ত

মাঠে যখন দল লড়াই করছে, তখন 'অন্যায়ের প্রতিকার' চেয়ে মাঠের বাইরে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি করতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল-এর বিরুদ্ধে অভিযোগ জানাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের দুই কর্তা দেবব্রত সরকার ও সৈকত গঙ্গোপাধ্যায়। তাঁরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও রেফারিং অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা পাননি বলে দাবি করেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ক্রীড়ামন্ত্রী সব অভিযোগ শুনেছেন এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু ক্রীড়ামন্ত্রীর এই আশ্বাসের পরেও ফের কিছুটা অস্বস্তিতে পড়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার আইএসএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার আগে সোমবার জানা গেল, গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল কার্ড দেখলেও, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন চেন্নাইয়িন এফসি-র উইলমার জর্ডন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি চেন্নাইয়িন এফসি-র আবেদনে সাড়া দিয়ে জানিয়েছে, রেফারির সিদ্ধান্ত ভুল ছিল। জর্ডনকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল। এই কারণে লাল কার্ডকে হলুদ কার্ডে বদলে দেওয়া হয়েছে। এর আগে হায়দারাবাদ এফসি-র বিরুদ্ধে লাল কার্ড দেখার পরেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে এফসি গোয়ার স্প্যানিশ তারকা বোরহা হেরেরার সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেন বোরহা। এবার একইভাবে খেলবেন জর্ডন।

ইস্টবেঙ্গল-বিরোধী কল্যাণ চৌবে?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মোহনবাগানপ্রেমী হিসেবে পরিচিত। তাঁর স্ত্রী সোহিনী চৌবে মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রর মেয়ে। এই কারণে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, আইএসএল-এ বারবার অন্যায় সুবিধা পেয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি আইএসএল-এ একাধিক ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু অভিযোগ জানিয়েও ইস্টবেঙ্গলের কোনও লাভ হয়নি। এবার ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েও লাভ হল না।

পদ হারাবেন কল্যাণ?

কল্যাণের কার্যকলাপ নিয়ে শুধু ইস্টবেঙ্গলই নয়, বিভিন্ন মহল ক্ষুব্ধ। শোনা যাচ্ছে, ২০টি রাজ্য সংস্থা কল্যাণের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। ফলে তাঁকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদ খোয়াতে হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গোলের সুযোগ নষ্ট করে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র, আইএসএল-এ এগারোর গেরো কাটাল ইস্টবেঙ্গল

নজর কাড়লেন নতুন বিদেশি, রক্ষণের ভুলে এফসি গোয়ার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

ফের রেফারিং-বিতর্ক, ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল