আর সেইসঙ্গে, গোটা স্টেডিয়াম দেখল র্যাপিনহা ম্যাজিক
খেলার ৪৫ মিনিটের মাথায়, বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। আর এই গোলের সুবাদে ম্যাচের ফলাফল তখন ৩-১।
দ্বিতীয়ার্ধে আরও জাঁকিয়ে বসে বার্সেলোনা
ম্যাচের ৫৬ মিনিটে, আবার সেই র্যাপিনহা। নিজের হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন এবং বার্সেলোনার হয়ে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করে দেন। এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়ে ইউসিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা।