UCL: র‍্যাপিনহার দুরন্ত হ্যাটট্রিক! বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় বার্সেলোনার

Published : Oct 24, 2024, 02:24 AM ISTUpdated : Oct 24, 2024, 03:27 AM IST

বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) বিরুদ্ধে বড় জয় পেল বার্সেলোনা (Barcelona)। ইয়ামালরা (Lamine Yamal) বুঝিয়ে দিলেন যে, তারা দাপট দেখাতেই মাঠে নেমেছেন। সেইসঙ্গে, দুরন্ত হ্যাটট্রিক করলেন র‍্যাপিনহা (Rapinha)। 

PREV
110
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গুরুত্বপূর্ণ ম্যাচ

বৃহস্পতিবার, মুখোমুখি হয় বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বায়ার্নকে রীতিমতো পর্যদুস্ত করল বার্সা। 

210
মাঠে ফুল ফোটাল তারা

ম্যাচের নিয়ন্ত্রণ কার্যত নিজেদের দখলে রেখেই জয়

310
গোটা ম্যাচে দাপট দেখাল বার্সেলোনা

মাঝমাঠ, আক্রমণ এবং রক্ষণভাগ, তিনটি বিভাগেই বায়ার্নকে রীতিমতো টেক্কা দিল তারা। 

410
বার্সার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না বায়ার্ন মিউনিখ

স্প্যানিশ জায়ান্টদের কাছে লজ্জার পরাজয়। 

510
ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা

র‍্যাপিনহার গোলে খেলার ১ মিনিটের মধ্যেই লিড নেয় তারা। 

610
তবে হাল ছাড়েনি বায়ার্ন মিউনিখ

ম্যাচের ১৮ মিনিটের মাথায় খেলায় ফিরে আসে তারা। 

710
বায়ার্নের হয়ে গোল করে সমতা ফেরান হ্যারি কেন

খেলার ফলাফল তখন ১-১। 

810
কিন্তু বার্সেলোনা যেন এদিন জিততেই মাঠে নেমেছিল

ম্যাচের ৩৬ মিনিটে ফের গোল। রবার্ট লেভানোদস্কির গোলে ২-১ ব্যবধানে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। 

910
আর সেইসঙ্গে, গোটা স্টেডিয়াম দেখল র‍্যাপিনহা ম্যাজিক

খেলার ৪৫ মিনিটের মাথায়, বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। আর এই গোলের সুবাদে ম্যাচের ফলাফল তখন ৩-১।  

1010
দ্বিতীয়ার্ধে আরও জাঁকিয়ে বসে বার্সেলোনা

ম্যাচের ৫৬ মিনিটে, আবার সেই র‍্যাপিনহা। নিজের হ্যাটট্রিকটি সম্পূর্ণ করেন এবং বার্সেলোনার হয়ে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করে দেন। এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়ে ইউসিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories