ISL: কলিঙ্গতেও ধরাশায়ী ইস্টবেঙ্গল! ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত লাল হলুদ

ডার্বি হারের পর আবারও পরাজয়। এবার কলিঙ্গ স্টেডিয়ামে, ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে ২-১ গোলে হার ইস্টবেঙ্গলের (East Bengal)।  

বিস্তারিত আসছে….

Subhankar Das | Published : Oct 22, 2024 9:26 PM / Updated: Oct 23 2024, 03:07 AM IST
110
চলতি আইএসএল (ISL) প্রতিযোগিতায় ব্যাক টু ব্যাক হার

এবার ওড়িশার বিরুদ্ধে পরাজিত লাল হলুদ ব্রিগেড। 

210
এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হার

ওড়িশার বিরুদ্ধে মূলত, ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ ছিল দলের নতুন কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) সামনে।

310
বড় ম্যাচে পরাজয়ের পর এবার ওড়িশা

সের্জিও লোবেরোর ছেলেদের বিরুদ্ধেও জয় পেল না লাল হলুদ ব্রিগেড।

410
ম্যাচের প্রথম গোল আসে ২২ মিনিটে

ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ইশাকের থেকে বল পেয়েই ডান পায়ের জোরালো শটে গোল করে যান এই তারকা স্ট্রাইকার।

510
তবে ম্যাচে ফেরত আসে লাল হলুদও

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, ওড়িশা এফসির থইবা সিং বক্সের ভিতর হ্যান্ডবল করার ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেই পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান দিমিত্রিয়স দিয়ামান্তাকোস (Dimitrios Diamantakos)।

610
ফার্স্ট হাফে আর কোনও গোল হয়নি

প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই। 

710
কিন্তু দ্বিতীয়ার্ধে কার্যত, মাথা তুলে দাঁড়াতেই পারেনি ইস্টবেঙ্গল

লাল হলুদ আরও কোণঠাসা হয়ে পড়ে।

810
লাগাতার আক্রমণ তুলে আনে ওড়িশা এফসি

আর এরপরেই আসে ম্যাচের দ্বিতীয় গোলটি। 

910
খেলার ৬৯ মিনিটে, লাল-হলুদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মৌরতোদা ফল

আহমেদ জহৌয়ের ফ্রি-কিক থেকে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে যান তিনি।

1010
ফলে, ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলল ওড়িশা এফসি

উল্টোদিকে, লোবেরার ছেলেদের কাছে হেরে বেজায় চাপে ইস্টবেঙ্গল। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos