ISL: 'আমরা ভালো ফুটবল খেলেছি, বিশ্বাস রাখুন!' অস্কারের মাথায় ঘুরছে সুপার সিক্স, ব্যথিত সমর্থকরা

চলতি আইএসএলে (ISL) হারের রেকর্ড গড়েম ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। একের পর এক হার, সমর্থকরা ক্লান্ত। কিন্তু আশার আলো দেখাচ্ছেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। 

Subhankar Das | Published : Oct 23, 2024 11:54 AM / Updated: Oct 23 2024, 12:52 PM IST
110
বড় ম্যাচে হারের পর ফোকাস ছিল ওড়িশা ম্যাচে

কিন্তু সেই খেলাতেও জয় পেল না ইস্টবেঙ্গল। 

210
ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে ২-১ গোলে পরাজয়

অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ হলুদ ব্রিগেড। 

310
আবারও হার

পরাজয়ের ডবল হ্যাটট্রিক হয়ে গেল তাদের। 

410
লাল হলুদের জন্য লজ্জাজনক

কারণ, পয়েন্টের খাতাই খুলতে পারেনি তারা।  

510
তবে সেই জায়গাতে দাঁড়িয়েও আশাবাদী দলের কোচ

হাল ছাড়তে নারাজ। 

610
কী বলছেন তিনি?

চলুন জেনে নেওয়া যাক। 

710
অস্কার ব্রুজোর কথায়,

“আমরা এই ম্যাচে যথেষ্ট সুন্দর ফুটবল খেলেছি। অনেক বেশি সুযোগ তৈরি করতে পেরেছি।" 

810
আর কী জানালেন?

অস্কারের মতে, "ওড়িশার জন্য কাজটা রীতিমতো কঠিন করে তুলেছিল আমাদের ছেলেরা। একসময়ে তো ওরা আমাদের ভুলের জন্যও অপেক্ষা করছিল। দুর্ভাগ্যজনকভাবে কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গেলাম আমরা।”

910
গোলের সুযোগ মিস

হেড কোচ জানাচ্ছেন, “আসলে ম্যাচটা আমাদেরই ছিল। দুঃখের বিষয় হল যে, আমরা অনেক গোলের সুযোগ মিস করেছি। যে মুহূর্তে ওরা প্রথম গোল করে দিয়েছে, তখনই আমাদের কাজটা কঠিন হয়ে পড়ে।” 

1010
নজরে সুপার সিক্স

অস্কার ব্রুজো বলছেন, "সেরা ছয়ে শেষ করতে হলে আমাদের সম্ভবত ১৮টির মধ্যে দশটি ম্যাচে জিততে হবে। আর মরশুম তো সবে শুরু হয়েছে। তাই আমরা এখনও হিসেবের বাইরে যাইনি। আমাদের দলের উপর বিশ্বাস রাখুন আপনারা। আমরা ফিরে আসবই।”

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos