অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ হলুদ ব্রিগেড।
310
আবারও হার
পরাজয়ের ডবল হ্যাটট্রিক হয়ে গেল তাদের।
410
লাল হলুদের জন্য লজ্জাজনক
কারণ, পয়েন্টের খাতাই খুলতে পারেনি তারা।
510
তবে সেই জায়গাতে দাঁড়িয়েও আশাবাদী দলের কোচ
হাল ছাড়তে নারাজ।
610
কী বলছেন তিনি?
চলুন জেনে নেওয়া যাক।
710
অস্কার ব্রুজোর কথায়,
“আমরা এই ম্যাচে যথেষ্ট সুন্দর ফুটবল খেলেছি। অনেক বেশি সুযোগ তৈরি করতে পেরেছি।"
810
আর কী জানালেন?
অস্কারের মতে, "ওড়িশার জন্য কাজটা রীতিমতো কঠিন করে তুলেছিল আমাদের ছেলেরা। একসময়ে তো ওরা আমাদের ভুলের জন্যও অপেক্ষা করছিল। দুর্ভাগ্যজনকভাবে কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গেলাম আমরা।”
910
গোলের সুযোগ মিস
হেড কোচ জানাচ্ছেন, “আসলে ম্যাচটা আমাদেরই ছিল। দুঃখের বিষয় হল যে, আমরা অনেক গোলের সুযোগ মিস করেছি। যে মুহূর্তে ওরা প্রথম গোল করে দিয়েছে, তখনই আমাদের কাজটা কঠিন হয়ে পড়ে।”
1010
নজরে সুপার সিক্স
অস্কার ব্রুজো বলছেন, "সেরা ছয়ে শেষ করতে হলে আমাদের সম্ভবত ১৮টির মধ্যে দশটি ম্যাচে জিততে হবে। আর মরশুম তো সবে শুরু হয়েছে। তাই আমরা এখনও হিসেবের বাইরে যাইনি। আমাদের দলের উপর বিশ্বাস রাখুন আপনারা। আমরা ফিরে আসবই।”