আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, আইএসএল-এ মহামেডানের ব্র্যান্ড প্রোমোশনে সৌরভ

Published : Aug 04, 2024, 09:37 PM IST
MOHAMMEDAN SPORTING CLUB

সংক্ষিপ্ত

আইএসএল (ISL) খেলছে মহামেডান (Mohammedan Sporting Club)। সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাদকালো ব্রিগেডের ব্র্যান্ড প্রোমোশনে দেখা যেতে পারে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

আর নেই কোনও সংশয়। জোগাড় হয়ে গেছে ইনভেস্টর, আইএসএল (ISL) খেলছে মহামেডান (Mohammedan Sporting Club)। আর সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাদকালো ব্রিগেডের ব্র্যান্ড প্রোমোশনে দেখা যেতে পারে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)।

প্রসঙ্গত, আইএসএল (ISL) খেলার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেই ইনভেস্টর (Investor) সমস্যা। কিন্তু এখন যেন কার্যত ‘প্রবলেম সলভড’। কারণ, নতুন ইনভেস্টের হিসেবে সাদাকালো ব্রিগেড পাশে পেয়েছে শ্রাচী স্পোর্টসকে (Shrachi Sports)। মোট ৩০.৫ শতাংশ শেয়ার এখন থেকে তাদের হাতে। তার বদলে দুই বছরে সর্বমোট ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহামেডানের সঙ্গে মৌ-চুক্তি স্বাক্ষর করেছে শ্রাচী স্পোর্টস।

এবার এফএসডিএল-এর (FSDL) তরফ থেকে সবুজ সংকেত পেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, মহামেডানের বর্তমান ইনভেস্টর বাঙ্কারহিল গ্রুপের হাতে থাকা ৬১% শেয়ারের অর্ধেক শেয়ার তুলে দেওয়া হয়েছে শ্রাচী স্পোর্টসের হাতে। আর এফএসডিএল সবুজ সংকেত দিলেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সাদকালো কর্তাদের।

অন্যদিকে, একটি স্প্যানিশ ক্লাবের সঙ্গেও চুক্তি স্বাক্ষর হতে পারে মহামেডান স্পোর্টিং-এর। কারণ, স্পেন সফরে গিয়ে সেই দেশের ফুটবল ফেডারেশনের পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গেও দেখা করে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধি দলের সদস্যরা। এমনকি, সেই দলে ছিলেন স্বয়ং সৌরভ এবং মহামেডান কর্তারাও।

এদিকে জানা যাচ্ছে, আইএসএল-এর আগে মহামেডানের হয়ে প্রচার করতেও রাজি হয়েছেন মহারাজ তথা প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় মহামেডানকে জানিয়েছেন, প্রোমো শ্যুট কিংবা ব্র্যান্ড প্রোমোশনের জন্য তিনি নিঃস্বার্থভাবে সাহায্য কর‍্তে তৈরি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল