Bengal Super League: লক্ষ্য জেলা থেকে ফুটবলার তুলে আনা, শুরু হচ্ছে 'বাংলার ফুটবলের আইপিএল'

Published : Jul 08, 2025, 09:26 PM ISTUpdated : Jul 08, 2025, 09:33 PM IST
Bengal Super League

সংক্ষিপ্ত

Bengal Football: বাংলার বিভিন্ন জেলায় লিগ হয়। কলকাতা ফুটবল লিগ সারা দেশেই বিখ্যাত। তবে সারা বাংলা জুড়ে এতদিন ফুটবলের কোনও লিগ ছিল না। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ শুরু হচ্ছে। সারা বাংলার বিভিন্ন জেলার ফুটবলাররা এই লিগে খেলবেন।

Bengal Super League: বিভিন্ন জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে দল গঠন করা হবে। মোট আটটি ফ্র্যাঞ্চাইজি থাকবে। মোট ৬১টি ম্যাচ হবে। বিভিন্ন জেলার স্টেডিয়ামে খেলা হবে। প্রতিটি দলে ২৫ জন করে ফুটবলার থাকবেন। দীপাবলির পর শুরু হবে খেলা। ডিসেম্বর পর্যন্ত চলবে ম্যাচগুলি। সংক্ষেপে এটিই বাংলার ফুটবলের নতুন টুর্নামেন্ট বেঙ্গল সুপার লিগের (Bengal Super League)। বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (Indian Football Association) ও শ্রাচী স্পোর্টসের (Shrachi Sports) যৌথ উদ্যোগে এই লিগ শুরু হতে চলেছে। জি সিনেমা চ্যানেলে এই লিগ সরাসরি সম্প্রচার করা হবে। বাংলার প্রাক্তন ফুটবলাররা এই নতুন লিগ নিয়ে আশাবাদী। তাঁদের আশা, বিভিন্ন জেলা থেকে ফুটবলাররা বড় মঞ্চে খেলার জন্য তৈরি হবেন।

কোন দলগুলি এই লিগে খেলবে?

শ্রাচী স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট আটটি অঞ্চলে ভাগ করা হবে বাংলার জেলাগুলিকে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংকে নিয়ে একটি অঞ্চল হচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরকে নিয়ে একটি অঞ্চল হবে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরকে নিয়ে একটি আলাদা অঞ্চল গঠন করা হবে। দক্ষিণ ২৪ পরগনা আলাদা অঞ্চল হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমকে নিয়ে একটি অঞ্চল গঠন করা হবে। উত্তর ২৪ পরগনা ও নদিয়াকে নিয়ে আলাদা অঞ্চল হবে। হাওড়া ও হুগলিকে নিয়ে আলাদা অঞ্চল গঠন করা হবে। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামকে নিয়ে আলাদা অঞ্চল গঠন করা হবে। এই দলগুলি লিগ পর্যায়ে পরস্পরের বিরুদ্ধে দু'বার করে খেলবে। তারপর পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সেমি-ফাইনাল খেলবে। সেমি-ফাইনালেও ডাবল লেগ হবে। ফাইনালে অবশ্য একটি ম্যাচই হবে।

নতুন লিগ নিয়ে আশাবাদী নবি

প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি নতুন লিগ নিয়ে আশাবাদী। তিনি নিজে হুগলির পাণ্ডুয়া থেকে উঠে এসে মহামেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan Sporting Club) খেলে তারকা হয়ে ওঠেন। তারপর ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগানের (Mohun Bagan) হয়ে খেলেন। জাতীয় দলের হয়েও খেলেন নবি। তাঁরা আশা, বেঙ্গল সুপার লিগ থেকে উঠে আসা ফুটবলাররাও বড় ক্লাবের হয়ে খেলবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?