East Bengal FC: প্রবল বৃষ্টি, স্থগিত কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ

Published : Jul 08, 2025, 12:19 PM ISTUpdated : Jul 08, 2025, 12:41 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

Calcutta Football League: সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। মঙ্গলবারও বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে কলকাতা ফুটবল লিগে একাধিক ম্যাচ স্থগিত করে দিল আইএফএ (Indian Football Association)।

Calcutta Football League 2025-26: প্রবল বৃষ্টির জন্য মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে একাধিক ম্যাচ স্থগিত করে দিল আইএফএ (Indian Football Association)। এদিন বিকেলে ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ও (East Bengal FC) বিএসএস স্পোর্টিং ক্লাবের (BSS Sporting Club) ম্যাচ ছিল। এই ম্যাচ স্থগিত ঘোষণা করা হল। এদিনই আবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ ও মামনি গ্রুপ পাঠচক্রের ম্যাচ ছিল। সেই ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশনের পাশাপাশি কলকাতা ফুটবল লিগের অন্য ডিভিশনেরও অনেক ম্যাচ হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে সেই ম্যাচগুলিও স্থগিত করে দিতে পারে আইএফএ। সোমবার গড়ের মাঠে জল-কাদার মধ্যেই বিভিন্ন ডিভিশনের ম্যাচ হয়েছে। তবে মঙ্গলবার যদি মাঠে জল দাঁড়িয়ে যায়, তাহলে ম্যাচ আয়োজন সম্ভব হবে না।

চিঠি আইএফএ সচিবের

ইস্টবেঙ্গল ক্লাব, বিএসএস স্পোর্টিং, ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে চিঠি দিয়ে ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়েছেন, আবহাওয়ার কারণেই ম্যাচ স্থগিত করা হয়েছে। এই ম্যাচ কবে হবে, তা পরে জানানো হবে।

কলকাতা লিগে মিশ্র ফল ইস্টবেঙ্গলের

এবারের কলকাতা ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে মেজারার্স ক্লাবকে ৭-১ উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউ আলিপুর সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ১-১ ড্র করে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ছিল লাল-হলুদের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ স্থগিত হয়ে গেল। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ছিল বিনো জর্জের (Bino George) দল। গত ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি জেসিন টি কে, মনোতোষ মাজি। ফলে লাল-হলুদের আক্রমণের শক্তি কমে গিয়েছিল। মঙ্গলবারের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় লাল-হলুদ শিবিরের অখুশি হওয়ার কোনও কারণ নেই। কারণ, বৃষ্টিভেজা কাদা মাঠে ফুটবলারদের চোট পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এই পরিস্থিতিতে ম্যাচ স্থগিত হয়ে যাওয়া সব দলের ফুটবলারদের পক্ষেই ভালো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?