
Vishnu PV: কেরল (Kerala) থেকে কলকাতায় খেলতে এসে অনেক ফুটবলারই ভারতীয় ফুটবলে বড় তারকা হয়ে উঠেছেন। তাঁদের অন্যতম বিষ্ণু পি ভি (Vishnu PV)। ভারতীয় ফুটবলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে অন্যতম আকর্ষণীয় এই উইঙ্গার। ২০২৩ সালে বিনো জর্জের (Bino George) হাত ধরে লাল-হলুদ শিবিরে যোগ দিয়েই নজর কেড়ে নেন বিষ্ণু। সেবার কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) অসাধারণ পারফরম্যান্স দেখান এই উইঙ্গার। এরপর আইএসএল-এ (Indian Super League) খেলার সুযোগ পান তিনি। অসাধারণ ড্রিবলিং, উইং ধরে দৌড়, বলের উপর নিয়ন্ত্রণ, পায়ের কাজের মাধ্যমে বিপক্ষ দলের ডিফেন্ডারদের সমস্যায় ফেলে দিতে থাকেন বিষ্ণু। ফলে তিনি সব দলেরই নজরে পড়ে যান। একাধিক দল তাঁকে নেওয়ার চেষ্টা শুরু করে। তবে ইস্টবেঙ্গলই থাকছেন বিষ্ণু। ২০২৮ পর্যন্ত তাঁর সঙ্গে লাল-হলুদের চুক্তি হয়ে গিয়েছে।
গত মরসুম শেষ হওয়ার আগেই গুজব রটে গিয়েছিল, ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant) যোগ দিচ্ছেন বিষ্ণু। আইএসএল-এর অপর এক ক্লাব মুম্বই সিটি এফসিও (Mumbai City FC) বিষ্ণুকে দলে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। ফলে চিন্তায় পড়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে সোমবার তাঁদের চিন্তা দূর হয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, বিষ্ণুর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৮ পর্যন্ত দলে থাকছেন এই উইঙ্গার।
বিষ্ণুর সঙ্গে ২০২৭-২৮ মরসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো (Thangboi Singto) বলেছেন, ‘লাল-হলুদ জার্সি পরে বিষ্ণু যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, তার পুরস্কার হিসেবেই ওর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হল। ওর মধ্যে ধারাবাহিকতা, উদ্যম, উন্নতি করার ইচ্ছা, পেশাদারিত্ব ও নম্র ব্যবহার দেখা যায়। আমরা তরুণ খেলোয়াড়দের মধ্যে এগুলিই চাই। আমরা বিষ্ণুকে শুভেচ্ছা জানাচ্ছি। ও সবে শুরু করেছে। আরও সাফল্য পাবে বলে আশা করা যায়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।