
Bengali Language Controversy: ইস্টবেঙ্গলের (East Bengal FC) পর মোহনবাগান (Mohun Bagan)। চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) দ্বিতীয়বার বাংলা ভাষা নিয়ে বিতর্কের তীব্র প্রতিবাদ জানালেন সমর্থকরা। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচ শুরু হওয়ার আগে মোহনবাগান সমর্থকরা গ্যালারিতে টিফো, ব্যানার, পোস্টারের মাধ্যমে বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে সরব হন। ইস্টবেঙ্গল সমর্থকদের মতোই মোহনবাগান সমর্থকরাও স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথা স্মরণ করিয়ে দেন। টিফোয় লেখা, 'বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা- সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।' এরই সঙ্গে লেখা, 'বাঙালির শিল্ড জয়ী দল মোহনবাগান। ১৯১১।' এই টিফোয় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসুদের পাশাপাশি ১৯১১ সালে আইএফএ শিল্ডজয়ী দলের ফুটবলারদের ছবি দেখা যায়। পোস্টারে লেখা, 'দেশটা কারোর বাপের নয়, নয়কো জাতের খেলা, এই বাঙালিই ঘুচিয়েছিলো পরাধীনতার জ্বালা।' পোস্টারে লেখা দেখা যায়, ‘শহীদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুটে বাংলার জুয়েল।’ ব্যানারে লেখা দেখা যায়, 'জন গণ মন বন্দেমাতরম। বাংলা ভাষা মায়ের সমান।'
বুধবার ডুরান্ড কাপের ম্যাচে নামধারী স্পোর্টস অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ শুরু হওয়ার আগে বাংলা ভাষা নিয়ে বিতর্কের প্রতিবাদ জানান ইস্টবেঙ্গল সমর্থকরা। ব্যানারে লেখা দেখা যায়, 'ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?' ইস্টবেঙ্গল সমর্থকদের এই প্রতিবাদ সারা দেশের নজর কেড়ে নেয়। রাজনৈতিক নেতারা পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করতে শুরু করেন। এবার মোহনবাগান সমর্থকরাও ভাষা নিয়ে সরব হলেন।
কয়েকদিন আগে বিজেপি (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) দাবি করেন, 'বাংলা বলে কোনও ভাষা নেই।' এরপরেই বিতর্ক তুঙ্গে ওঠে। ইস্টবেঙ্গল সমর্থকরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। এবার সরব হলেন মোহনবাগান সমর্থকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।