Bhaichung Bhutia: কোচ নিয়োগে গুরুত্ব পায়নি মত, এআইএফএফ টেকনিক্যাল কমিটি থেকে সরছেন বাইচুং

Published : Jul 20, 2024, 08:07 PM ISTUpdated : Jul 20, 2024, 08:45 PM IST
Bhaichung Bhutia

সংক্ষিপ্ত

ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। কিন্তু অবসর নেওয়ার পর রাজনৈতিক কারণে কোণঠাসা হয়ে পড়েছেন এই তারকা। এখন আর তাঁর মতামতকে গুরুত্ব দিচ্ছে না ফেডারেশন।

ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচকে যেভাবে বরখাস্ত করা হয়েছে এবং মানোলো মার্কুয়েজকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হল, তাতে বেজায় ক্ষুব্ধ বাইচুং ভুটিয়া। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি ও এগজিকিউটিভ কমিটির সঙ্গে যুক্ত। কিন্তু কোচ ছাঁটাই ও নিয়োগের ক্ষেত্রে তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। এই কারণে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করছেন বাইচুং। তাঁর এক সময়ের সতীর্থ আই এম বিজয়ন এখন এআইএফএফ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। কিন্তু কোচকে বরখাস্ত করা বা নতুন কোচ নিয়োগ করার ক্ষেত্রে টেকনিক্যাল কমিটির মতামতের তোয়াক্কা করেনি এআইএফএফ। এই কারণেই ক্ষুব্ধ বাইচুং।

ফেডারেশনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন

স্টিম্যাচকে বরখাস্ত করার সময় টেকনিক্যাল কমিটিকে এড়িয়ে আলাদা কমিটি গঠন করে এআইএফএফ। সেই কমিটিতে টেকনিক্যাল কমিটি ও এগজিকিউটিভ কমিটির কয়েকজন সদস্যকে রাখা হয়। এরপর নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করার সময়েও আলাদা কমিটি গঠন করা হয়। ফেডারেশনের এই পদক্ষেপ নিয়মবিরুদ্ধ। কারণ, এআইএফএফ-এর সংবিধানে স্পষ্ট বলা আছে, সাব কমিটিগুলি কোনও সিদ্ধান্ত নিলে বা সুপারিশ করলে এগজিকিউটডিভ কমিটির সম্মতি ছাড়া কিছু করা যাবে না। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করেছে এআইএফএফ। এরই প্রতিবাদে সরব হয়েছেন বাইচুং

বিজয়নও পদত্যাগ করবেন?

শনিবার নয়াদিল্লিতে এআইএফএফ এগজিকিউটিভ কমিটির বৈঠকে যোগ দিয়ে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন বাইচুং। তিনি ফেডারেশনের কার্যকলাপে ক্ষোভপ্রকাশ করেছেন। এদিনের বৈঠকে ছিলেন না বিজয়ন। তিনি টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করবেন কি না এখনও জানা যায়নি। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে বাইচুংয়ের পর বিজয়নও পদত্যাগ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Manolo Marquez: ভারতীয় ফুটবলে আজব কাণ্ড, এফসি গোয়ার কোচ হিসেবে থেকেও জাতীয় দলের দায়িত্বে মানোলো মার্কুয়েজ!

Igor Stimac: 'গত ৪-৫ বছরে একটা বিষয়েই সফল এআইএফএফ,' এ কী বললেন ইগর স্টিম্যাচ!

Igor Stimac: 'ফুটবলের বড়মাপের ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্টই একমাত্র কাজ,' কল্যাণকে তোপ স্টিম্যাচের

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?