Manolo Marquez: ভারতীয় ফুটবলে আজব কাণ্ড, এফসি গোয়ার কোচ হিসেবে থেকেও জাতীয় দলের দায়িত্বে মানোলো মার্কুয়েজ!

Published : Jul 20, 2024, 05:36 PM ISTUpdated : Jul 20, 2024, 06:11 PM IST
Manolo Marquez

সংক্ষিপ্ত

ভারতীয় ফুটবলে যে কোনও কিছুই ঠিকঠাক চলছে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের বিদায়ী কোচ ইগর স্টিম্যাচ। এবার জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগের ক্ষেত্রেও সেই ঘটনাই দেখা যাচ্ছে।

যিনি ক্লাব দলের প্রধান কোচ তিনিই আবার জাতীয় দলেরও দায়িত্বে! ডুরান্ড কাপ, আইএসএল, সুপার কাপের খেলা চলাকালীন ক্লাবের কোচ, তারপর জাতীয় দলের প্রস্তুতি শিবির বা ম্যাচের সময় সেই দায়িত্বে। এই শর্তেই এফসি গোয়ার প্রধান কোচ মানোলো মার্কুয়েজকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অতীতে কখনও এরকম ঘটনা দেখা যায়নি। যিনিই জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন, তিনি সেই সময় অন্য কোনও দলের সঙ্গে যুক্ত থাকেননি। কিন্তু মানালোর ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। এই স্প্যানিশ কোচ পক্ষপাতিত্ব করতে পারেন বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। তার চেয়েও বড় কথা হল, ফেডারেশন কেন পূর্ণ সময়ের জন্য জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাউকে নিয়োগ করতে পারল না? ইগর স্টিম্যাচকে বরখাস্ত করার পর বিপুল আর্থিক ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এই কারণেই হয়তো মানোলোকে আংশিক সময়ের কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে।

৩ বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্বে মানালো

এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, মানোলোকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে এগজিকিউটিভ কমিটি। মানোলোর সঙ্গে ৩ বছরের চুক্তি করছে এআইএফএফ। ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে মানোলোর চুক্তি আছে। সেই চুক্তি বহাল থাকছে। এফসি গোয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় দলের পূর্ণ সময়ের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন মানোলো।

শর্ত পূরণ না করেও দায়িত্বে মানোলো

জাতীয় দলের নতুন প্রধান কোচ চেয়ে যখন বিজ্ঞাপন দিয়েছিল এআইএফএফ, তখন বলা হয়েছিল, কোনও জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন, এমন কাউকে নিয়োগ করা হবে। কিন্তু কোনও দেশের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ না করা মানোলোকেই দায়িত্ব দেওয়া হল। এই নিয়োগ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: জিকসন সিংয়ের সামনে ৬ গোলে জয়, কলকাতা লিগে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল

Anwar Ali: মোহনবাগান সুপার জায়ান্টের নির্দেশ লঙ্ঘন, অনুশীলনে গরহাজির আনোয়ার আলি, এবার কী হবে?

East Bengal: অনুশীলনে মাদি তালাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, ডুরান্ড কাপের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?