CFL 2024: দুরন্ত পারফরম্যান্স ভবানীপুরের, কলকাতা লিগের গ্রুপ শীর্ষে জিতেন মুর্মুরা

কলকাতা লিগের (Calcutta League) লড়াইতে শীর্ষে পৌঁছে গেল ভবানীপুর ফুটবল দল (Bhawanipore FC)। বলা যেতে পারে, অসামান্য ফুটবল উপহার দিল তারা।

Subhankar Das | Published : Aug 30, 2024 1:59 PM IST

কলকাতা লিগের (Calcutta League) লড়াইতে শীর্ষে পৌঁছে গেল ভবানীপুর ফুটবল দল (Bhawanipore FC)। বলা যেতে পারে, অসামান্য ফুটবল উপহার দিল তারা।

লিগের ম্যাচে এদিন রেলওয়ে এফসি-কে হারাল ভবানীপুর। ৪-০ গোলে ম্যাচ জিতে, চলতি সিএফএলে (CFL) গ্রুপে শীর্ষে উঠে গেলেন জিতেন মুর্মুরা। শুক্রবার, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটেই জোজোর গোলে এগিয়ে যায় ভবানীপুর।

Latest Videos

তাঁর জোরালো শট জড়িয়ে যায় রেলওয়ে এফসির জালে। প্রথমার্ধে একাধিক আক্রমণ তুলে আনলেও গোলের ব্যবধান কিন্তু আর বাড়াতে পারেনি তারা। যদিও দ্বিতীয়ার্ধে ঝড় তোলেন বিক্রম প্রধানরা।

অন্যদিকে, ম্যাচের ৪৮ মিনিটে ফের ম্যাচে লিড নেয় ভবানীপুর। টপ বক্স থেকে অনেকখানি এগিয়ে এসে বল ক্লিয়ার করে মাঝমাঠে পাঠান রেলওয়ের গোলকিপার শুভঙ্কর দত্ত। আর সেই বল ধরেন জোজো। তখন গোলপোস্ট একেবারেই অরক্ষিত। আর ঠিক তখনই গোল লক্ষ্য করে বলকে ভাসিয়ে দেন তিনি।

রেলওয়ে গোলকিপার ফিরে আসার আগেই তা পুরো জালে জড়িয়ে যায়। এরপর ঠিক ২ মিনিটের মধ্যেই ম্যাচের তৃতীয় গোলটি করেন বিক্রম। কিন্তু তার আগে জোজো মাঝমাঠ থেকে যে থ্রু বলটি বাড়ান, সেই বল ধরে গোল করে যান বিক্রম।

ওদিকে খেলার চতুর্থ গোলটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বিক্রমের অ্যাসিস্ট থেকে গোল করতে একদমই ভুল করেননি জিতেন মুর্মু। ফের তাঁর গোলেই জয় নিশ্চিত করে ভবানীপুর ফুটবল দল। শেষপর্যন্ত, ৪-০ গোলে জয় পায় ভবানীপুর।

সেইসঙ্গে, কলকাতা লিগের লড়াইতে নিজেদের গ্রুপ শীর্ষে তুলে নিয়ে এল তারা। কারণ, ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে একেবারে লিডিং পজিশনে ভবানীপুর। যদিও একটি ম্যাচ কম খেলে ইস্টবেঙ্গলের পয়েন্টও কিন্তু সমান। তবে গোলপার্থক্যের নিরিখে এগিয়ে রয়েছে ভবানীপুর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |