Laliga Academy School: লা লিগার ধাঁচে খুদে ফুটবলারদের প্রশিক্ষণের উদ্যোগ ভবানীপুর এফসি-র

আইএসএল চালু হওয়ার পর থেকে ভারতীয় ফুটবলে স্প্যানিশ ফুটবলার ও কোচের সংখ্যা বেড়েছে। এবার ভারতের খুদে ফুটবলারদেরও স্পেনের ধাঁচে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতে অত্যন্ত জনপ্রিয় লা লিগা। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলগুলির সমর্থক সংখ্যাও প্রচুর। আইএসএল ও আই লিগের ক্লাবগুলিতে বেশ কয়েকজন স্প্যানিশ ফুটবলার ও কোচ আছেন। ভারত তথা কলকাতায় স্প্যানিশ ফুটবলের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার খুদে ফুটবলারদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হল। ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে লা লিগা অ‌্যাকাডেমি ফুটবল স্কুলের চুক্তি হয়েছে। প্রতিভাবান খুদে ফুটবলারদের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন লা লিগা অ‌্যাকাডেমি প্রদত্ত ফুটবল-পাঠ‌্যক্রম এএফসি ও লা লিগার অনুমোদিত কোচরা। ফুটবল অ‌্যানালিটিক্সের কাজ ইতিমধ‌্যেই শুরু হয়ে গিয়েছে। একটি পেশাদারি টেলিভিশন চ‌্যানেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে খুদে ফুটবলারদের ম্যাচ ও অনুশীলন প্রদর্শনের ব্যবস্থাও করা হবে।

লা লিগার ধাঁচে ফুটবলার গড়ে তোলার উদ্যোগ 

Latest Videos

ভারতে লা লিগা অ‌্যাকাডেমি ফুটবল স্কুলের ডিরেক্টর মিগুয়েল কাসাল বলেছেন,  'লা লিগা অ‌্যাকাডেমি ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি। এদেশে আমাদের অনেক কর্মসূচি রয়েছে। আমরা একাধিকভাবে টেকনিক‌্যাল সাপোর্ট দিতে ইচ্ছুক। আমরা তৃণমূল স্তরে বেশি করে জোর দিচ্ছি। কারণ, আমরা চাই লা লিগার ফুটবল পদ্ধতির সঙ্গে বেশি সংখ‌্যক কিশোর-কিশোরী সহজাত হোক। তারা সেভাবেই খেলুক। আমরা তাদের আমাদের ঘরানা অনুযায়ী ফুটবল খেলাতে চাই, শেখাতে চাই। ভারতবর্ষের অন‌্যতম ফুটবলপ্রেমী শহরের নাম কলকাতা। তাই এই শহরকে নির্বাচন করতে আমাদের বিন্দুমাত্র সমস‌্যা হয়নি।'

আশাবাদী ভবানীপুর এফসি প্রোইন্ডিয়া অ‌্যাকাডেমির সিইও

ভবানীপুর এফসি প্রোইন্ডিয়া অ‌্যাকাডেমির সিইও অপরূপ চক্রবর্তী ভারতীয় ফুটবলে স্পেনের প্রভাব সম্পর্কে বলছেন, 'আইএসএলের অধিকাংশ প্রথমসারির দলে এখন স্পেনের কোচ। তাঁরা ট‌্যাকটিক‌্যাল জ্ঞান ও অননুকরণীয় খেলার ধরন আমদানি করেছেন। কিন্তু সেই প্রগতিকে যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, একেবারে তৃণমূল স্তরের রন্ধ্রে স্পেনীয় ফুটবলের দর্শনকে রোপন করা প্রয়োজন। যাতে ছোট থেকে ভারতীয় ফুটবলাররা তার সঙ্গে সহজাত হয়ে যেতে পারে। আমরা যদি অল্প বয়সে আমাদের দেশের ফুটবলারদের ধমনীতে স্পেনের ফুটবল সিস্টেমকে ঢুকিয়ে দিতে পারি, তা হলে ভবিষ‌্যতে যখন তারা স্পেনের কোচদের কাছে যাবে, অসুবিধায় পড়বে না। ২১ বছর বয়সে খেলার নির্দিষ্ট কোনও ধরনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। কারণ, ছোট থেকে সে এক জিনিস শিখে এসেছে। এক রকম স্টাইলে খেলে এসেছে। হঠাৎ তাকে নতুন স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। যা সহজ নয়। ২১ বছর বয়সে একজন প্লেয়ার আরও উন্নতির লক্ষ‌্যে ছোটে। নিজেকে আরও তৈরি করে। কেরিয়ারের শুরুতে সিস্টেমের সঙ্গে সহজাত হওয়া দরকার।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Champions League: পিএসজি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়, সেমি-ফাইনালের পথে বার্সেলোনা

UEFA Champions League: নাটকীয় ম্যাচ, ম্যান সিটির সঙ্গে ৩-৩ ড্র রিয়াল মাদ্রিদের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে হামলার হুমকি, বার্তা দিল আইএসআইএস

Share this article
click me!

Latest Videos

Chinmay Krishna Das-কে দেখা মাত্রই 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম কোর্ট চত্বর, দেখুন ভিডিও
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari
'চিন্ময় প্রভুকে মুক্তি দাও, না হলে সব পরিষেবা বন্ধ করে দেবো' চরম হুঁশিয়ারি Suvendu Adhikari-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul