Mohun Bagan Super Giant: বেঙ্গালুরুকে ৪-০ উড়িয়ে মুম্বইকে চাপে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট

আইএসএল-এ গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। লিগের শেষ পর্যায়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড।

Soumya Gangully | Published : Apr 11, 2024 3:53 PM IST / Updated: Apr 11 2024, 10:49 PM IST

অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে ৪-০ উড়িয়ে চলতি আইএসএল-এ লিগ পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার আশা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। ১৫ এপ্রিল ঘরের মাঠে লিগ পর্যায়ের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচে জয় পেলেই লিগ-শিল্ড জিতবেন দিমিত্রি পেট্রাটস, শুভাশিস বসুরা। ২১ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। ২১ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে সোমবারের ম্যাচ নির্ণায়ক হয়ে উঠতে চলেছে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শনদের সমর্থন সবুজ-মেরুন ব্রিগেডের বড় শক্তি হয়ে উঠতে চলেছে।

ঘরের মাঠে বিধ্বস্ত বেঙ্গালুরু

বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন হেক্টর ইয়ুস্তে। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৫১ থেকে ৫৯ মিনিটের মধ্যে বেঙ্গালুরু এফসি-র উপর বুলডোজার চালায় সবুজ-মেরুন ব্রিগেড। ৫১ মিনিটে গোল করেন মনবীর সিং। এরপর ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান অনিরুদ্ধ থাপা। ৫৯ মিনিটে চতুর্থ গোল করেন আর্মান্দো সাদিকু। দল ৪-০ এগিয়ে যাওয়ার পর ৫ বা ৬ গোলের আশায় ছিলেন মোহনবাগান সমর্থকরা। তবে এই ম্যাচে আর গোল হয়নি।

পেনাল্টি নষ্ট সুনীল ছেত্রীর

গত ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে পেনাল্টি থেকে গোল করেছিলেন সুনীল ছেত্রী। কিন্তু এদিন ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে প্রথম থেকে খেলে ৪০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সুনীল। সেই সময় বেঙ্গালুরু এফসি সমতা ফেরাতে পারলে ম্যাচের ফল কী হত বলা কঠিন। তবে যোগ্য দল হিসেবেই জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

East Bengal: পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ৪ গোল হজম করে মরসুম শেষ ইস্টবেঙ্গলের

Mohun Bagan: 'তৃতীয় বর্ষের অনুষ্ঠান!' মোহনবাগানে পয়লা বৈশাখের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিয়ে বিতর্ক

All India Football Federation: মহিলা ফুটবলারদের নির্যাতন, গ্রেফতার এআইএফএফ কর্তা

Share this article
click me!