সংক্ষিপ্ত
বুধবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির দুই প্রাক্তন ক্লাব বার্সেলোনা ও পিএসজি-র ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ঘরের মাঠে পিএসজি-র রেকর্ড বেশ ভালো। কিন্তু বুধবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে সেই রেকর্ড বজায় রাখতে পারল না পিএসজি। ঘরের মাঠে বার্সার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-৩ হেরে গেলেন কিলিয়ান এমবাপেরা। ফলে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল বার্সা। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ড্র করতে পারলেই বার্সার সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ২-১ জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। জার্মানির দলটি অবশ্য অ্যাওয়ে ম্যাচে গোল করায় সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকল। দ্বিতীয় লেগে ১-০ জয় পেলে সেমি-ফাইনালে পৌঁছে যাবে বরুশিয়া ডর্টমুন্ড।
৯ বছর পর পিএসজি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় বার্সার
২০১৫ সালের এপ্রিলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছিল বার্সা। সেই ম্যাচে পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন বর্তমান বার্সা ম্যানেজার জাভি হার্নান্ডেজ। তাঁর কোচিংয়ে ৯ বছর পর পিএসজি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পেল বার্সা। এই ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৮ মিনিটে সমতা ফেরান উসমানে ডেম্বেলে। ২ মিনিটের মধ্যে পিএসজি-কে এগিয়ে দেন ভিতিনহা। পিছিয়ে পড়ে গোল শোধের লক্ষ্যে আক্রমণে গতি বাড়ায় বার্সা। ৬২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে সমতা ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে জয়সূচক গোল করেন আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন।
অ্যাটলেটিকোর সহজ জয়
বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ মিনিটেই রডরিগো ডে পলের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান স্যামুয়েল লিনো। ৮১ মিনিটে বরুশিয়ার হয়ে ব্যবধান কমান সেবাস্টিয়েন হ্যালার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
UEFA Champions League: নাটকীয় ম্যাচ, ম্যান সিটির সঙ্গে ৩-৩ ড্র রিয়াল মাদ্রিদের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে হামলার হুমকি, বার্তা দিল আইএসআইএস
Neymar Jr: চুক্তির নির্ধারিত সময় শেষের আগেই আল-হিলাল ছাড়ছেন নেইমার!