ফুটবলপ্রেমীদের জন্য বিরাট আপডেট! ভারতের মাটিতে এবার এল ক্লাসিকো, কারা খেলবেন জানেন?

দেশের বুকে এল ক্লাসিকো। 

ভারতের মাটিতে বসতে চলেছে এল ক্লাসিকোর আসর। তাও আবার প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট।

ভারতের মাটিতে এল ক্লাসিকো, শুনলেই যেন আলাদা একটা চমক খেলে যায় মনের মধ্যে। আর সেখানে একেবারে চাঁদের হাট। আসছেন রিভাল্ডো, ফিগো এবং ফার্নান্দো মোরিয়ান্তেসের মতো প্রাক্তন তারকারা।

Latest Videos

আগামী ৬ এপ্রিল, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার কিংবদন্তিদের মধ্যে সেই হাইভোল্টেজ ম্যাচ। তারা মুখোমুখি হবেন মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। তবে প্রাক্তনীদের মধ্যে এই এল ক্লাসিকো ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

তবে শুধু তারাই নন। আরও একঝাঁক ফুটবলার আসতে চলেছেন দেশের মাটিতে। বলা চলে, ফুটবলের সেই ঐতিহাসিক মহাযুদ্ধের সাক্ষী থাকতে চলেছে ভারতবর্ষ। যেখানে ফুটবলের উন্মাদনা যথেষ্ট উচ্চপর্যায়ে। তাছাড়া এই দেশে লা লিগার উন্মাদনা একদমই কম নয়।

দুটি ক্লাবেরই প্রচুর সমর্থক রয়েছেন এখানে। সেইসঙ্গে, আয়োজকদের তরফ থেকেও বলা হচ্ছে, “প্রথমবার নিজেদের দেশেই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকবেন ক্রিকেটভক্তরা। এটা শুধু একটা ফুটবল ম্যাচ নয়। বিশ্বের ক্রীড়া জগতে ভারতকে সর্বসমক্ষে নিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও বটে।”

এর আগে অবশ্য বার্সেলোনার কিংবদন্তিরা গত ২০১৮ সালে, ভারতে খেলতে এসেছিলেন। কিন্তু রিয়াল মাদ্রিদের কিংবদন্তিরা অবশ্য তার আগে ভারতে আসেননি। ফলে, প্রথমবারের জন্যই এল ক্লাসিকো অনুষ্ঠিত হতে চলেছে। আর সেখানে খেলবেন ফিগো এবং রিভাল্ডোর মতো কিংবদন্তিরা।

তবে হ্যাঁ, টিকিট কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে অবশ্য এখনও বিস্তারিত জানানো হয়নি। কিন্তু টিকিট কাটার জন্য জোম্যাটোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari