ফের ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক আচরণ, কোপা ডেল রে ম্যাচ জিতেও অস্বস্তিতে রিয়াল মাদ্রিদ

Published : Feb 27, 2025, 04:13 PM ISTUpdated : Feb 27, 2025, 04:41 PM IST
Real Madrid

সংক্ষিপ্ত

উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা হোক বা কোপা ডেল রে, সব প্রতিযোগিতাতেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ ফুটবলের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে।

কোপা ডেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ১-০ জয় পেলেও, অস্বস্তিতে পড়ে গেল রিয়াল মাদ্রিদ। কারণ, ফের দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণের মুখে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্পেনের উত্তর প্রান্তে স্যান সেবাস্তিয়ানের রিয়ালে এরিনায় এই ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোল করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক। এই গোলেই সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের আগে এগিয়ে থাকল রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল সোসিয়েদাদ সমর্থকদের আচরণই সবচেয়ে আলোচ্য বিষয়বস্তু হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করতে থাকেন রিয়াল সোসিয়েদাদ সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, এক দর্শক ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করতে থাকেন।

স্প্যানিশ ফুটবলে বর্ণবিদ্বেষ অব্যাহত

ভিনিসিয়াস বা অন্য ফুটবলারদের উদ্দেশ্যে স্পেনের বিভিন্ন ক্লাবের সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ নতুন নয়। এর আগে বেশ কয়েকবার এই ঘটনা দেখা গিয়েছে। ভিনিসিয়াসের পাশাপাশি সম্প্রতি রাউলও বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন। তবে এই প্রথমবার দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণের জন্য খেলা বন্ধ করা হল। কোপা ডেল রে-র এই ম্যাচের বিরতির ঠিক আগে দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ নিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করেন ভিনিসিয়াস। রেফারি খেলা বন্ধ করে দেন। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো অ্যানসেলোত্তি বলেছেন, ‘রেফারির সঙ্গে কথা বলে ভিনিসিয়াস। রেফারি খেলা বন্ধ করে দেন। তিনি নিয়ম মেনেই কাজ করেন। এটা হওয়ারই ছিল।’

বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে বারবার বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ভিনিসিয়াস। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক প্রচারের জন্য চারজনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। গত বছরের জুনে ভিনিসিয়াসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণের জন্য ভ্যালেন্সিয়ার তিন সমর্থকের আট মাসের কারাদণ্ড হয়। এই প্রথম স্পেনের কোনও ফুটবল স্টেডিয়ামে বর্ণবিদ্বেষমূলক আচরণের জন্য কারও কারাদণ্ড হয়। কিন্তু তাতেও বর্ণবিদ্বেষ থামছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চুক্তি বাড়াচ্ছেন না, রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি-তে যাবেন ভিনিসিয়াস জুনিয়র?

Real Madrid Vs Barcelona: ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক, বার্সেলোনাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

ফের বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র, আইনি ব্যবস্থা নিচ্ছে রিয়াল মাদ্রিদ

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?