লাল-হলুদ জার্সিতে প্রথম গোল মেসির, হায়দরাবাদকে হারিয়ে সুপার সিক্সের আশায় ইস্টবেঙ্গল

Published : Feb 26, 2025, 09:41 PM ISTUpdated : Feb 26, 2025, 10:08 PM IST
Raphael Messi Bouli

সংক্ষিপ্ত

আইএসএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। এবারও সম্ভাবনা ক্ষীণ। তবে এখনও লড়াইয়ে আছে লাল-হলুদ ব্রিগেড।

যে মনোজ মহম্মদ প্রথম লেগে ম্যাচের শেষদিকে দুরন্ত গোল করে পুরনো দলের পয়েন্ট কেড়েছিলেন, সেই মনোজের ছোঁয়াতেই বুধবার গোল ও জয় পেল ইস্টবেঙ্গল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট পেরিয়ে গিয়েছে। একের পর এক সহজ সুযোগ নষ্ট হওয়ায় বেশিরভাগ ইস্টবেঙ্গল সদস্য-সমর্থক ধরে নিয়েছেন, সরকারিভাবে এদিনই সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কর্নার কিক পেল ইস্টবেঙ্গল। রিচার্ড সেলিসের কর্নার কিকে মাথা ছোঁয়ালেন পরিবর্ত ডেভিড লাললানসাঙ্গা। সেই বল মনোজের মাথার পিছন দিকে লেগে জালে জড়িয়ে গেল। দল এগিয়ে যাওয়ায় লাল-হলুদ শিবির হাঁফ ছেড়ে বাঁচল। এরপর সংযোজিত সময়ে লাল-হলুদ জার্সি পরে প্রথম গোল করলেন রাফায়েল মেসি বৌলি। মাঝমাঠে ফাঁকায় বল পেয়ে একক দৌড়ে বক্সে পৌঁছে গিয়ে বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন ক্যামেরুনের এই উইঙ্গার। ডেভিড ও মেসির গোলে হায়দরাবাদ এফসি-কে ২-০ হারাল ইস্টবেঙ্গল।

খারাপ খেলেও ৩ পয়েন্ট

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমার্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। ৫৭ মিনিটে হেক্টর ইয়ুস্তের পরিবর্তে সেলিস নামার পর খেলার গতি বদলে যায়। ৭৩ মিনিটে দিমিত্রিওস দিয়ামান্তাকসের পরিবর্তে মাঠে নামেন ডেভিড। এই দুই পরিবর্তনই ইস্টবেঙ্গলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিল। একাধিক সহজ সুযোগ নষ্ট না হলে ব্যবধান বাড়ত। তবে দিনের শেষে জয় পেয়ে লাল-হলুদ শিবিরে স্বস্তি।

শুরুতে পয়েন্ট নষ্টের খেসারত দিতে হবে ইস্টবেঙ্গলকে?

বুধবার হায়দরাবাদকে হারিয়ে ২২ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। ২২ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই থাকল হায়দরাবাদ। অঙ্কের বিচারে এখনও সুপার সিক্সের লড়াইয়ে আছে ইস্টবেঙ্গল। তবে আশা ক্ষীণ। লাল-হলুদ শিবির এখন ওড়িশা এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে বসে আছে। বাকি দুই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল ৩৩ পয়েন্টে লিগ শেষ করবে। কিন্তু নর্থইস্ট ও মুম্বই ইতিমধ্যেই ৩২ পয়েন্ট নিয়ে বসে আছে। ফলে ইস্টবেঙ্গলের আশা খুবই কম। আরও কয়েকটি ম্যাচে পয়েন্ট নিয়ে থাকতে পারলে এখন ভালো জায়গায় থাকত ইস্টবেঙ্গল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সহজ জয়, সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

যুবভারতী মাতালেন মেসি, মহামেডান স্পোর্টিংকে উড়িয়ে নতুন আশায় ইস্টবেঙ্গল

'আমরা যে জায়গায় তাতে কেউ ফুল বাড়িয়ে দেবে না,' ব্যর্থতার দায় নিচ্ছেন অস্কার

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?