Bolivia vs Argentina: মেসির অনুপস্থিতিতেও মাঠ কাঁপাল নীল-সাদা দল, বলিভিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে দূরন্ত জয় আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে এই নিয়ে দ্বিতীয় জয় নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন দল।

 

বলিভিয়ার বিরুদ্ধে দূরন্ত জয় মেসির দলের। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে এই নিয়ে দ্বিতীয় জয় নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন দল। বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ফের মাঠে মেসি ম্যাজিক দেখেছিল ফুটবল প্রেমীরা। কিন্তু গতকাল বলিভিয়ার লা পাজে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল স্কোয়াড। তবে মেসির অনুপস্থিতি কোনওভাবেই নীল-সাদা দলের খেলাকে এতটুকু প্রভাবিত করতে পারেনি। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বে বলিভিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নেয় স্কালোনির দল।

লা পাজের মাঠে এদিন মেসির অনুপস্থিতিতে দলের ভার পড়েছিল দুদে ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার কাঁধে। সেই দায়িত্ব পালনে যে ডি মারিয়া কোনও ফাঁক রাখেনি তা তাঁদের পারফর্ম্যান্সেই বোঝা গিয়েছে। হাফটাইমের আগেই দুটি গোলে ডি মারিয়ার অসাধারণ সহযোগিতায় আবারও জাত চিনিয়েছে আর্জেন্টিনার এই অভিজ্ঞ খেলোয়ার।

Latest Videos

বলিভিয়ার বিরুদ্ধে এই ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল করেন এনজো। ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বলিভিয়ার রবার্তো ফার্নান্ডেজ। এরপর দ্বিতীয় গোল করেন ট্যাগলিয়াফিকো। ২ গোলে পিছিয়ে পড়ে ১০ জনের বলিভিয়ার পক্ষে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান নিকোলাস।

মেসিকে ছাড়াই লা পাজে গিয়ে সহজ জয় পাওয়ায় স্বস্তিতে আর্জেন্টিনা শিবির। লা পাজে খেলা মোটেই সহজ নয়। অতীতে অনেক দলই এখানে খেলতে গিয়ে সমস্যায় পড়েছে। তবে এই ম্যাচে আর্জেন্টিনার কোনও সমস্যা হয়নি।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla